ভারত আমেরিকার সম্পর্ক যথেষ্ট ভালো। সে ছবি আমরা বারবার দেখেওছি। তবে এবার নতুন করে জম্পনা উস্কাল। 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ভারতে আসছেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফলে বাতিল হয়ে গেল কোয়াড বৈঠক। আধিকারিকরা জানিয়েছেন যে বাইডেনের ভারত সফরের জন্য সময় বের করতে পারছেন না বাইডেন। সেজন্য প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিতে আসছেন না বাইডেন। প্রজাতন্ত্র দিবসে বিশেষ অতিথি হিসাবে দিল্লির কুচকাওয়াজে উপস্থিত থাকতে তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও বিষয়টি নিয়ে ভারত এবং আমেরিকার তরফে সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি। হোয়াইট হাউসের তরফে এখনও কোনও কারণ জানানো হয়নি। মনে করা হচ্ছে জানুয়ারি মাসে সাধারণত যে ‘স্টে অফ দ্য ইউনিয়ন ভাষণ দেন, তাতেই ভারত-যাত্রা বাতিলের কারণ জানাবেন বাইডেন।