শীতে কাজিরাঙা জাতীয় উদ্যান দেখতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। অক্টোবর ও নভেম্বর মাসে আয় হয়েছে ২.১ কোটি টাকা। সদ্য এলিফ্যান্ট সাফারি চালু হয়েছে সেখানে। তাতে পর্যটকদের সংখ্যা আরও বেড়েছে বলে দাবি করেছে উদ্যান কর্তৃপক্ষ। এবার কাজিরাঙায় শুরু হয়েছে হাতিশুমারি। তা চলবে ১ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত।