উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের জন্য বিহারের দারভাঙ্গার পূর্ববর্তী রাজপরিবারের সদস্যরা সোনার 'মুকুট', ধনুক এবং 'চরণ পাদুকা' নিয়ে এসেছেন। তৎকালীন রাজপরিবারের সদস্য কপিলেশ্বর সিং বলেন, " রামের শ্বশুর বাড়ি মিথিলা। আমরা মিথিলা থেকে সোনার 'মুকুট', ধনুক ও 'চরণ পাদুকা' এনেছি..."।