মুসলিম পার্সোনাল ল এনে দেশে তুষ্টিকরণের রাজনীতি শুরু হয়েছে। সমস্ত সম্প্রদায়ের মানুষের জন্য সংবিধান এক হওয়া উচিৎ। মুসলিমরা পার্সোনাল ল-এর অধিকার পেলে আপত্তি নেই। তাহলে পূর্ণাঙ্গ শরিয়ত বাস্তবায়ন করা হচ্ছে না কেন? কেউ চুরি করলে হাত কেটে ফেলবে, মহিলার সঙ্গে জঘন্য অপরাধ করলে কাউকে পাথর মেরে শেষ করে দেবে। দেশে কেন ইউনিফর্ম সিভিল কোড বা UCC কেন আসেননি জানেন? দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু মুসলিমদের পার্সোনাল ল নিয়ে এসেছিলেন। আমরা চাই না হিন্দু আইন ভারতের আইনব্যবস্থাকে পরিচালনা করুক, আর আমরাও তা চাপিয়ে দিতে চাই না। মুসলিম পার্সোনাল ল নিয়ে বুক ঠুকে ঘোষণা অমিত শাহের।