ভারতীয় ভূখণ্ড দখল করতে আগাসী হতে দেখা যাচ্ছে চিনকে। এর মধ্যেই অরুণাচল প্রদেশের খানকটা নিজের ভূখণ্ড বলে দাবি করেছে চিন। কখনও তাদের বলতে শোনা যায়, প্যাংগং লেক নাকি তাদের। তবে চিনকে ঠেকাতে এবার উঠেপড়ে লাগল কেন্দ্রের বিজেপি সরকার। এই বছরেই সিকিমকে রেলপথে জুড়ে ফেলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেবক–রংপো রেল প্রকল্পের কাজ আগেই করার কথা ছিল। কিন্তু কোভিড পরিস্থিতি, শ্রমিক সমস্যা, প্রাকৃতিক বিপর্যয়ের মতো কারণে তা থমকে গিয়েছিল। তবে এবার পরিস্থিতি অনুকূলে। তাই আশা করা হচ্ছে, এবার কাজ দ্রুত এগোবে।