চাঁদের মাটিতে সফলভাবে মিশন শেষ করেছে রোভার প্রজ্ঞান। রবিবার, 3 সেপ্টেম্বর রোভার প্রজ্ঞানকে স্লিপ মোডে পাঠিয়েও দিয়েছেন ISRO-র বিজ্ঞানীরা। কিন্তু সোমবার, 4 অগস্ট হঠাতই চমক দিল ল্যান্ডার বিক্রম। জানা গিয়েছে চাঁদের মাটিতে ফের একবার সক্রিয় হয়েছে বিক্রম ল্যান্ডার। নিজের আগের অবস্থান থেকে 30-40 সেমি অতিক্রম করে চাঁদে হঠাৎ লাফিয়ে উঠল বিক্রম।