রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভজনলাল শর্মা, শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী। মাউন্ট আবুতে শূন্যর নিচে তাপমাত্রা, ঠান্ডা উপভোগ করতে ভিড় পর্যটকদের। কনকনে ঠান্ডা কাশ্মীর উপত্যকায়, জমে গেল ডাল লেকের জল, শ্রীনগরে তাপমাত্রামাইনাস ৫.৪ ডিগ্রিতে । 'ফাইটার' ছবির সাফল্য কামনায় তিরুমালায় পুজো দিলেন বলিউড অভিনেত্রী দিপীকা পাডুকোন। কেরালার পাথানামথিট্টার সবরিমালা শ্রী ধর্ম সাস্থ মন্দিরে প্রচুর সংখ্যক ভক্তের ভিড়।