বর্তমানে বিশ্বের প্রায় সমস্ত দেশই সামরিক শক্তি বাড়াতে তৎপর। বলা যায়, কোন দেশ সামরিক শক্তিতে কতটা শক্তিশালী, সে ব্যাপারে ভিতরে-ভিতরে প্রতিযোগিতাও শুরু হয়েছে। সাধারণভাবে যে দেশের পারমাণবিক শক্তি যত বেশি, সেই দেশ সামরিক দিক থেকে ততটা শক্তিশালী বলে মনে করা হয়। পাশাপাশি স্থল, জল ও নৌ বাহিনীর শক্তিও তুলনীয়। পিছনে নেই ভারতও। চিন ও পাকিস্তানের ওপর চাপ বাড়াতে ফের সামরিক শক্তি বাড়াচ্ছে। সম্প্রতি ভারতীয় সেনাকে আরও শক্তিশালী করতে আঠাশশো কোটি টাকা দিয়ে 6400টি রকেট কেনার প্রস্তাবে অনুমোদন দিল প্রতিরক্ষা মন্ত্রক। এর ফলে আরও ক্ষমতাশালী হয়ে উঠল ভারতের পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার সিস্টেম।