৭৫ টাকার কয়েন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতার ৭৫ বছর পর নতুন সংসদ ভবন উপহার পেয়েছে দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পূর্ণ আইনশৃঙ্খলার সঙ্গে আচার অনুষ্ঠানের পর সংসদে সেঙ্গোল প্রতিষ্ঠা করেন এবং নতুন সংসদ ভবনটি দেশের জন্য উৎসর্গ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে ৭৫ টাকার কয়েন চালু করেন। নতুন সংসদ ভবন উদ্বোধন উপলক্ষে জারি করা এই মুদ্রার ওজন ৩৩ গ্রাম। ৫০ শতাংশ রূপা, ৪০ শতাংশ তামা এবং ৫-৫ শতাংশ নিকেল-জিঙ্কের মিশ্রণে তৈরি এই মুদ্রার ব্যাস ৪৪ মিলিমিটার।