তিন দিনের ওড়িশা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওড়িশায় বার্ষিক সর্বভারতীয় মহাপরিচালক এবং পুলিশ মহাপরিদর্শকদের সম্মেলনে যোগ দিতে আজই ভুবনেশ্বরে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগেই তাঁদের বালি ভাস্কর্যে স্বাগত জানালেন শিল্পী সুদর্শন পট্টনায়েক। পুরীর সমুদ্র সৈকতে বিরাট বালি ভাস্কর্যে তিনি ফুটিয়ে তুললেন প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মুখ। এবং তাতে ইংরেজি এবং ওড়িয়া ভাষায় লেখা ‘ওয়েলকাম টু ওড়িশা’।