বাংলার চোপড়ায় প্রকাশ্যে মহিলার উপর মারধরের ঘটনার প্রসঙ্গ সংসদে তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যসভায় মোদী বলেন,'এক মহিলাকে প্রকাশ্যে মারধর করা হচ্ছে বাংলায়। ওই মহিলা চিৎকার করছেন। কেউ সাহায্য করছেন না। উল্টে ভিডিও তৈরি করছেন। এই ছবি বেদনাদায়ক'। বিরোধীদের অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন মোদী। তাঁর কথায়,'বড় বড় নেতারা কথায় কোনও পীড়া নেই। এর চেয়ে বড় লজ্জাজনক, দুঃখজনক কী হতে পারে! যাঁরা নারী অধিকারের নেতা-নেত্রী হিসেবে পরিচিত, তাঁরাও মুখে তালা এঁটেছেন। কারণ এই ঘটনাটির সঙ্গে কোনও রাজ্য বা দল যুক্ত। এজন্য মহিলাদের উপর নির্যাতনে নীরব হয়ে যান তাঁরা। এই ঘটনা দেশকে পীড়া দিয়েছে। মা-বোনেদেরও পীড়া দিয়েছে'।