রাজনীতিতে ছোট ছোট শব্দ অথবা সম্বোধন অনেক সময়ই গভীর তাৎপর্যবাহী হয়ে থাকে। বেঙ্গালুরুতে বিরোধীদের সমাবেশে রাহুল গান্ধীকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'আমাদের ফেভারিট রাহুল গান্ধী'। 'ফেভারিট' একটা ছোট্ট শব্দ। কিন্তু 'ফেভারিট' শব্দটা ভারতে খুব জনপ্রিয় একটা ইতিবাচক শব্দ। যাকে বলা যায় 'উইথ কমপ্লিমেন্টস'।