মোদির পদবি মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি পেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সুরাট আদালতের নির্দেশ গুজরাট হাইকোর্ট বহাল রাখলেও মোদি পদবি মামলায় রাহুলের দু'বছরের জেলের সাজায় স্থগিতাদেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। শুক্রবার, 4 অগাস্ট এবিষয়ে রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী কী কারণে রাহুলকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছিল, সেটার কোনও কারণ ব্যাখ্যা করেননি গুজরাটের নিম্ন আদালতের বিচারক। এদিন সুপ্রিম কোর্টের রায় প্রকাশ্যে আসতেই কংগ্রেস সাংসদ তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী বলেন, "সত্যমেব জয়তে। সত্যের জয় হয়েছে।