দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের একটি ভিডিও সম্প্রতি বেশ ভাইরাল হয়েছে। যেখানে স্কুলের বাচ্চাদের কিছু বোঝাতে দেখা যাচ্ছে তাঁকে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে স্কুলের পড়ুয়াদের সঙ্গে বন্দে ভারত ট্রেনে সফর করতে দেখা গেল। কিছুক্ষণ পর রেলমন্ত্রী ট্রেন থেকে প্ল্যার্টফর্মে নেমে পড়েন। এরপর সেখানে বসে স্কুলের বাচ্চাদের বন্দে ভারত এক্সপ্রেসের বিশেষত্ব বোঝাতে থাকেন। রেলমন্ত্রী এই মুহূর্তটাকে Vande Bharat vibes বলে নিজের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন। স্টেশানে তিনি বাচ্চাদের ট্রেনের বাইরের এবং ভিতরের সম্পর্কে বিস্তারিত বলতে থাকেন। সঙ্গে ট্রেনের বগির সম্পর্কে বোঝাতে দেখা যায়। তিনি এটাও বলেন যে বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রীরা সফর করা সময় কতটা আরাম অনুভব করেন।