বছরের শুরুতেই ঋণগ্রহীতাদের জন্য স্বস্তি। টানা ছবার রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক। বৃহস্পতিবার আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটি বা মনিটারি পলিসি কমিটি বা এমপিসি সিদ্ধান্ত নিয়েছে রেপো রেট অপরিবর্তি রাখার। রেপো রেট 6.5 শতাংশ থাকছে। রেপো রেট 6.5 শতাংশ হারে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে 6 সদস্যের মুদ্রানীতি কমিটি। এতে সুদের হার অপরিবর্তিত থাকছে। এই প্রসঙ্গে আরবিআই গভর্নর জানিয়েছেন, আর্থিক উন্নয়ন মূল্যায়নের পরই 5-1 ভোটাভুটিতে রেপো রেট 6.5 শতাংশ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।' আরবিআই গভর্নর আরও জানিয়েছেন, স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি রেট থাকছে 6.25 শতাংশ এবং মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি রেট থাকছে 6.75 শতাংশে।