বুদ্ধগয়া মন্দিরের নীচে নাকি রয়েছে বহু পুরনো দিনের বিশাল প্রত্নতাত্ত্বিক সম্পদ। বিহার সরকারের সাংস্কৃতিক বিভাগের একাংশ ও ইংল্যান্ডের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় এই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। তবে প্রমাণের জন্য আরও খননকার্য প্রয়োজন রয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত ভগবান গৌতম বুদ্ধের আশীর্বাদপ্রাপ্ত এই বুদ্ধগয়া। যাকে স্বীকৃতি দিয়েছে UNESCO. UNESCO-এর হেরিটেজ সাইটগুলির মধ্যে অন্যতম এই বুদ্ধগয়া। এই বুদ্ধগয়ার মহাবোধি মন্দিরের নীচে নাকি বহু পুরনো প্রত্নতাত্ত্বিক সম্পদ লুকানো রয়েছে বলে দবি করা হয়েছে সাম্প্রতিক একটি গবেষণায়।