৭০ ফুট বেইলি ব্রিজ তৈরি করল ভারতীয় সেনাবাহিনী। তাও আবার মাত্র ৭২ ঘণ্টা সময়ে। ত্রিশক্তি কর্পের পক্ষ থেকে এই ব্রিজ যুদ্ধকালীন তৎপরতায় তৈরি হল৷ ডিকচু - সানক্লাং এলাকায় এই ব্রিজ নষ্ট হয়ে গিয়েছিল। নীচ দিয়ে বয়ে চলেছে খরস্রোতা তিস্তা নদী। এলাকার একাধিক জায়গায় ধসও নামছে। ডিকচু - সানক্লাং এলাকায় অবিরাম বৃষ্টি চলছে। ফলে ওই এলাকার সংযোগকারী ব্রিজ ভেঙে যায়। সাধারণ মানুষকে উদ্ধার ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য সেনাবাহিনী কাজ শুরু করে। গত ২৩ তারিখ জওয়ানরা কাজ শুরু করেন। কোনও বিরতি নেওয়া হয়নি। টানা তিন দিন কাজ চালানো হয়েছে।