বাবা-মা হওয়ার স্বাদ জীবনের অন্য অনুভূতিগুলোর থেকে একেবারে আলাদা। আর যদি আপনি 70 বছর বয়সে প্রথম বার বাবা হন, তা হলে তার আনন্দ ভাষায় ব্যক্ত করা বেশ কঠিন। তবে সে খুশির পরিমাণ আন্দাজ করাটা খুব একটা কঠিন নয় বোধহয়। বহু প্রত্যাশিত, এবং বহু অপেক্ষিত, কিন্তু একেবারে অবিশ্বাস্য একটা ঘটনা ঘটেছে। যা শুনলে চোখ কপালে উঠবে। 70 বছরে বাবা হয়ে আনন্দে আত্মহারা এক বৃদ্ধ। স্ত্রীর বয়স 40। সিকিমের চুমবুম গ্রামে খুশির হাওয়া। 70 বছর বয়সেও তরুণীকে মা হওয়ার সুখ দিয়ে বেজায় খুশি বৃদ্ধ। দাদুর দম দেখে সকলেই তাজ্জব। কীভাবে এটা সম্ভব তা নিয়ে শোরগোল পড়ে গেছে।