প্রবল বৃষ্টিতে নাজেহাল অবস্থা চেন্নাইয়ে। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তামিলনাড়ুর বেশিরভাগ জায়গা জলমগ্ন হয়ে রয়েছে। অনেকেই বাড়ির ছাদে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এরই মধ্যে চলছে উদ্ধার কাজ। নদী ও হ্রদের জল প্লাবিত হয়ে বহু এলাকা ভাসিয়ে দিয়েছে। বুক গভীর জলে হেঁটে মানুষ আশ্রয় নিচ্ছে নিরাপদ জায়গায়।