তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি, মাছের তেল পাওয়াতে গোটা দেশ জুড়ে তোলপার পড়ে গিয়েছিল। আর সেই অভিযোগ করেছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এরই মধ্যে ফের একবার বড়সড় ঘটনা সামনে এসেছে। ভক্তরা অভিযোগ করেছেন যে, তিরুমালা মন্দিরের প্রসাদে কিলবিল করছে পোকামাকড়। আর সেই ঘটনা সামনে আসতেই ফের শিরোনামে তিরুপতি মন্দির। হিন্দুদের বিশ্বাসের কেন্দ্র তিরুপতি তিরুমালা মন্দির। জগত বিখ্যাত এই মন্দিরে প্রত্যেক দিন হাজারও হাজারও মানুষ পূর্ণ্যলাভের আশায় ছুটে আসেন। এই মন্দিরের প্রসাদও অত্যন্ত সুস্বাদু।