গাড়ি বা বাইকে জাতি ও ধর্ম নিয়ে নানা স্টিকার লাগাতে প্রায়ই দেখা যায়। শুধু স্টিকার থাকে নানা ধর্মীয় বার্তা ও বাণী। কোনও ক্ষেত্রে গাড়ির কাচে আবার কোথাও বাইকের সামনে। এই প্রবণতা বহু জায়গাতেই দেখা যায়। তবে এবার থেকে তা করতে গেলে দশবার ভাবতে হবে। কারণ এই স্টিকার লাগিয়ে আপনার গর্ব হলেও বাস্তবে আপনি দেশের নিয়ম লঙ্ঘন করছেন। এবার থেকে গাড়িতে ধর্মীয় স্টিকার লাগানো যাবে না, যোগী রাজ্যে আরও কড়া প্রশাসন। 11 অগাস্ট সরকারি তরফে এক নির্দেশিকা নয়ডা পুলিশের হাতে এসে পৌঁছায়। ধর্মীয় স্টিকার দেখলেই চালকের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি এই মর্মে কড়া নির্দেশিকা জারি করেছে উত্তরপ্রদেশ সরকার।