প্রবল বর্ষণে উত্তর ভারতের প্রায় সবকটি নদীই বিপদসীমার উপর দিয়ে বইছে। যমুনা নদীর জল বিপদসীমার তিন মিটার উপর দিয়ে বইছে। উত্তরাখণ্ডের কোটওয়াড়ায় মালান নদীর অবস্থাও ভয়াবহ। উপচে পড়ে এই মালান নদী ভাসিয়ে দিয়েছে উপরে থাকা একটি সেতুকে। এই ভয়ঙ্কর ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে কার্যত ফুঁসছে মালান নদী। আর তার উপরে থাকা সেতুর একাংশ ভেসে গিয়েছে। এই সেতু ভেসে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। যাতায়াত ব্যবস্থাও ব্যাহত হয়েছে। প্রকৃতির এই রুদ্র রূপ দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা।