লাইনচ্যুত করে দেওয়ার সবরকম চেষ্টাই হয়েছিল বন্দে ভারত এক্সপ্রেসকে। ট্র্যাকে বিছানো ছিল শয়ে শয়ে পাথর, ফিশপ্লেটে গাঁথা ছিল লোহার রড। কিন্তু শেষ মুহূর্তে বিষয়টি চালকের নজরে আসায় রক্ষা পায় রাজস্থানের উদয়পুর থেকে জয়পুরগামী ‘বন্দে ভারত’। সোমবার, ২ অক্টোবর এই ঘটনাটি ঘটে। চালক বিষয়টি লক্ষ্য করেই খবর দেন রেলের কন্ট্রোল রুমে। এরপর তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যান রেলকর্মীরা। লাইনের উপর থেকে পাথর সরিয়ে দেন। সেই পাথর সরানোর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।