আদিত্য এল ১ সান মিশনের সাফল্যের জন্য বারাণসীতে প্রার্থনা সাধারণ মানুষের। পাঠ করা হচ্ছে হনুমান চালিসা। ইসরো শনিবার ভারতের প্রথম সৌর মিশন আদিত্য এল ১ উৎক্ষেপণ করবে। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (PSLV) ব্যবহার করে এই মহাকাশযান উৎক্ষেপণ করা হবে। মহাকাশযানটি ১২৫ দিন ধরে পৃথিবী থেকে প্রায় ১.৫ মিলিয়ন কিমি যাওয়ার পরে ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্টের চারপাশে একটি হ্যালো কক্ষপথে স্থাপিত হবে।