ভারতে হাজার হাজার গ্রাম রয়েছে। জনসংখ্যা প্রায় 140 কোটির কাছাকাছি। তবে সেই গ্রামগুলির মধ্যে এমন অনেক গ্রাম আছে যা অন্যান্য গ্রামের থেকে অনেকটাই আলাদা। আর তা অভিনব বৈশিষ্ট্যের কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। তেমনই একটি গ্রামের নাম সামনে এসেছে। যে গ্রামে সমস্ত মহিলারাই বিধবা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যে গ্রামটার কথা বলা হয়েছে য়েটা রাজস্থানে রয়েছে। রাজস্থানের বুন্দি জেলায় অবস্থিত বুধুপুরা গ্রামটিকেই বিধবাদের গ্রাম হিসেবে চিহ্নিত করা হয়। সবথেকে অবাক করা বিষয় হল, এই গ্রামের অধিকাংশ পুরুষই মারা গেছেন। এমনকি, এই মৃত্যুর বিষয়ে সবাই অবগত হলেও কোনো সঠিক উদ্যোগ না নেওয়ায় রীতিমতো বিধবাদের গ্রামে পরিণত হয়েছে এই এলাকা।