বিবাহ পঞ্চমীর শুভ সময় আসছে। এটা বিশ্বাস করা হয় যে রাজা জনকের দরবারে স্বয়ম্বর সভায় ভগবান শিবের ধনুক ভাঙ্গার পর, দেবী সীতা বিভা পঞ্চমীর শুভ তিথিতে শ্রী রামকে তার জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন। তাই এই তিথির বড় ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে বলে মনে করা হয়। ভারত থেকে ভক্তদের একটি দল ১০৫ মিটার দীর্ঘ চুন্নি দেবী সীতাকে অর্পন করতে নেপালে যায়।