উত্তরপ্রদেশের সম্ভলের শাহী জামা মসজিদের পর এবার খবরের শিরোনামে আজমের শরিফ দরগা। আজমের শরিফ দরগার নীচে নাকি রয়েছে হিন্দুদের শিব মন্দির। এই নিয়ে সম্প্রতি এ নিয়ে মামলা শুনানির জন্য গ্রহণ করেছে রাজস্থানের একটি কোর্ট। ইতিমধ্যেই আজমের শরিফ দরগা কর্তৃপক্ষ, কেন্দ্রীয় সরকারের সংখ্যালঘু সংক্রান্ত মন্ত্রক ও আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়াকে এনিয়ে বোটিশ জারি করা হয়েছে কোর্টের তরফে। আগামী ২০ ডিসেম্বর এই নিয়ে শুনানির দিন স্থির হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চাপানউতোর।