2023 সালের 14 জুলাই চাঁদের মাটিতে ফের মিশন পাঠাতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO. শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে পাঠানো হবে চন্দ্রযান 3 মহাকাশ যানকে। এনিয়ে এখন ইসরোর বিজ্ঞানীদের মধ্যে চূড়ান্ত ব্যস্ততা। কিন্তু 2019 সালের 22 জুলাই চাঁদে পাঠানো হয়েছিল চন্দ্রযান 2 কে। যদিও মিশনটি পুরোপুরি সফল হয়নি। আজ আমরা জেনে নেবো মিশন পুরোপুরি সফল না হওয়ার পিছনে ঠিক কী কারণ ছিল? ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন 22 জুলাই , 2019 সালে উৎক্ষেপণের পর, চন্দ্রযান 2 -এর ল্যান্ডার ও রোভার চাঁদের মাটিতে সাতই সেপ্টেম্বর নামার কথা ছিল।