Advertisement

ধর্ম

Mahashivratri 2025: মহাশিবরাত্রিতে এই জিনিসগুলি খবরদার কিনবেন না, ধার-দেনা-অশান্তি-দারিদ্র ঘিরে ধরে

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Feb 2025,
  • Updated 3:50 PM IST
  • 1/8

মহাশিবরাত্রি (Mahashivratri 2025) আর কয়েক দিন পরেই। আগামী ২৬ ফেব্রুয়ারি বুধবার শিবরাত্রি। শিবের আশীর্বাদে ভাগ্য বদলের সেরা সময়। জীবনের সব দুঃখ, কষ্ট, দেনা মিটে যায় শিবরাত্রির মাসে কিছু বিষয় মানলে। বাড়ি ভরে ওঠে ইতিবাচক শক্তিতে। সব অশুভ শক্তি বিদায় হয়ে যায়। 

  • 2/8

শিবরাত্রির দিন বা শিবরাত্রির মাসে কয়েকটি জিনিস কিনবেন না বা বাড়িতে আনবেন না। শাস্ত্র অনুযায়ী, ওই জিনিসগুলি বাড়িতে অমঙ্গলের সূচক। 
 

  • 3/8

সংসারে অশান্তি, দুর্ভাগ্য, দেনা, রোগ সব ঘিরে ধরে। কয়েকটি জিনিসের তালিকা রইল। শিবরাত্রিতে এইগুলি যেন বাড়িতে না ঢোকে। 
 

  • 4/8

চামড়ার জিনিস: মহাশিবরাত্রিতে চামড়ার জিনিস কেনা অত্যন্ত অশুভ। কারণ হিন্দু রীতি অনুযায়ী, কোনও শুভ মাসে চামড়ার জিনিস বাড়িতে নেতিবাচক শক্তি বয়ে আনে। শিবরাত্রির মাসে চামড়ার জিনিস কিনলে শিব রুষ্ট হন ও তার অশুভ প্রভাব পড়ে পরিবারেও। কোনও শুভ কাজ শেষ মুহূর্তে গিয়ে থেমে যায়। মনের মধ্যে নানা অশান্তি চলতে থাকে।

  • 5/8

কালো রঙের জামা-কাপড়: মহাশিবরাত্রির মাসে অন্তত কালো রঙের কোনও জামাকাপড় পরা থেকে বিরত থাকুন। কালো হল অন্ধকার, নেতিবাচক শক্তির চিহ্ন। এই সময়ে চেষ্টা করুন উজ্জ্বল রঙের জামাকাপড় পরার। এমনকী কালো রঙের জামা-কাপড় কিনবেনও না এই সময়ে।
 

  • 6/8

মদ্যপান বা মদ: মহাশিবরাত্রিতে বাড়িতে মদ কিনে আনা অত্যন্ত অশুভ। এমনিতেই মদ নেতিবাচক শক্তি। এই সময়ে মদ কিনে আনলে মনও কলুষিত হয়ে যাবে। যার প্রভাব পড়বে সংসারে। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া, পারিবারিক অশান্তি ঘিরে ধরে।


 

  • 7/8

মরচে ধরা সামগ্রী: শিবরাত্রিতে মরচে ধরা জিনিস বাড়ি থেকে সরিয়ে ফেলুন। কিংবা একবার রংও করে নিতে পারেন। আসলে এই সময়ে মরচে ধরা লোহার জিনিস ভীষণ অশুভ। বাড়িতে টেনশনের পরিবেশ তৈরি হয়। অশান্তি বাড়তে থাকে। 
 

  • 8/8

ধারাল বস্তু: শিবরাত্রিতে ছুরি, কাঁচি, সূচের মতো ধারাল জিনিস না কেনাই মঙ্গল। এর ফলে বাড়িতে অশুভ শক্তি তৈরি হয়। বিশেষ করে ধার-দেনা বেড়ে যায়।
 

Advertisement
Advertisement