Dev Utthani Ekadshi 2024: জ্যোতিষশাস্ত্রে ও হিন্দুধর্মে দেব উত্থানী একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে। আর এই সময় তুলসী গাছের পুজো করা অত্যন্ত শুভ। যদি আপনি আর্থিক দিকে উন্নতি করতে চান তাহলে দেব উত্থানী একাদশীতে তুলসী গাছে এই জিনিসগুলি নিবেদন করুন। এতে আপনার আর্থিকদিকে খুব লাভ হবে। এমনকি জীবনে সফলতা লেগে থাকবে।
চলতি বছর ১২ নভেম্বর পালিত হবে দেব উত্থানী একাদশী। এই সময় দেবশয়নী একাদশী থেকে চার মাস যোগনিদ্রায় থাকেন বিষ্ণু দেব। তারপর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জাগেন বিষ্ণুদেব। এই দিনটি কিন্তু দেব উত্থানী একাদশী নামেই পরিচিত। "
ভগবান বিষ্ণু তুলসীকে খুব পছন্দ করেণ। তার প্রিয় তুলসীকে এই জিনিসগুলো নিবেদন করলে আপনার জীবনের অর্থপ্রাপ্তি নিশ্চিত। দেখুন কী কী নিবেদন করা অত্যন্ত শুভ। লাল রঙের কাপড় দেব উত্থানী একাদশীর সময় তুলসী মাতাকে লাল রঙের কাপড় নিবেদন করুন। এতে আপনার জীবনে ধন-সম্পত্তি ক্রমশ বাড়তে থাকবে। জীবনে সফলতা আসবে। কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না। এমনকী আপনার ভাগ্যের দ্বারা খুলবে। আর্থিকদিকে লাভ হবে আপনার।
১. দেব উত্থানী একাদশীর দিন একটি হলুদ ছোট ১০৮ টি গিট বেঁধে তুলসী দেবীর কাছে রেখে দিন। এরপর মা তুলসীর সামনে প্রার্থনা করুন। এতে আপনার জীবনের সফলতা আসবে। এমনকি আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজও হয়ে যাবে।
২. এই বিশেষ সময় লাল কাপড়ে একটা কড়ি দেবী তুলসীর কাছে রেখে দিন। যাতে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাবেন। আপনি এমন কী টাকা পয়সার কখনোই আপনার অভাব হবে না। কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না।
৩. তুলসী দেবীকে কাঁচা দুধ নিবেদন করা অত্যন্ত শুভ। তুলসী দেবীর সামনে প্রদীপ চালান। তারপরও মা তুলসীর নাম ১০৮ বার জপ করুন। এতে দেখবেন আপনার জীবনে থাকার সমস্ত বাধা দূর হয়ে যাবে।
৪. দেব উত্থানী একাদশী দিন শ্রী হরিকে ১১ টি তুলসী পাতা নিবেদন করুন। যাতে আপনার দাম্পত্য জীবনে কোনও সমস্যা থাকলে বা বিয়ে সংক্রান্ত কোনও সমস্যা থাকে তা থেকে বের হতে পারবেন। আপনি এমন কী পারিবারিক জীবনেও সুখী হবেন।