হিন্দুদের বারো মাসে তের পার্বণের মধ্যে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উৎসব। শ্রীকৃষ্ণের জন্ম তিথিতেই দেশ জুড়ে পালিত জন্মাষ্টমী। বাসুদেব ও দেবকীর অষ্টম সন্তান এবং বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ কংসের কারাগৃহে জন্ম হয়। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ও রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। প্রতি বছর এই তিথিতে কৃষ্ণের ছোটবেলার রূপ, ননীগোপালের পুজো করা হয়।
জন্মাষ্টমী উপলক্ষে নবদ্বীপ, নদীয়া, মথুরা, বৃন্দাবন সহ দেশের বিভিন্ন স্থানে মহা সমারোহে উৎসব পালন করা হয়। প্রায় একমাস আগে থেকে চলে তাঁর প্রস্তুতি। জন্মাষ্টমী উৎসবে নিষ্ঠা করে সব নিয়মকানুন পালন করলে শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন। কৃষ্ণ হলেন ভগবান বিষ্ণুর অষ্টম অবতার। ভগবান বিষ্ণু তুলসীকে খুব ভালোবাসেন। তাই জন্মাষ্টমীর দিনে তুলসী সংক্রান্ত কিছু ভুল কখনই করা উচিত নয়।
* জন্মাষ্টমীতে যদি তুলসীর পুজো করেন, তবে মনে রাখবেন সন্ধ্যার সময় তুলসী গাছে হাত দেবেন না। সূর্যাস্তের পর তুলসী পাতা ছিঁড়বেন না।
* তুলসী পুজোর সময় মহিলাদের কখনও চুল খোলা রাখা উচিত নয়। তাই অবশ্যই সব সময় তুলসী পুজোর সময় চুল বেঁধে নিন।
* জন্মাষ্টমীর দিন, শ্রীকৃষ্ণকে তুলসী পাতা নিবেদন করা হয়। আপনিও যদি তুলসী নিবেদন করতে চান, তাহলে ছিঁড়ে দেবেন না।
* তুলসী পাতা তোলার আগে প্রথমে তুলসী গাছে প্রণাম করুন। এরপর আলতো করে পাতা ছিঁড়ে নিন। তবেই ভগবান তুলসী পাতা গ্রহণ করবেন।
* তুলসীর পুজো করার পরে বা তুলসীকে জল নিবেদন করার পরে, প্রদক্ষিণ করতে ভুলবেন না। অন্তত তিনবার প্রদক্ষিণ করুন।
* তুলসী গাছ কাপড় দিয়ে ঢেকে রাখলে, তা নিয়মিত পরিবর্তন করা উচিত। জন্মাষ্টমীর দিন তুলসী গাছ নতুন লাল কাপড় দিয়ে আবৃত করার একটি শুভ দিন।
জন্মাষ্টমী ২০২৪-র কবে পড়েছে?
এবছর ২৬ অগাস্ট পড়েছে জন্মাষ্টমী এবং ২৭ অগাস্ট নন্দোৎসব।
জন্মাষ্টমী ২০২৪-র অষ্টমী তিথি
২৬ অগাস্ট ঘ ৮/৩৫/২৩ থেকে ২৭ অগাস্ট ঘ ৬/৪৭/৩২ পর্যন্ত থাকবে অষ্টমী তিথি।