Advertisement

Shivratri 2024- Belpata Rules: শিবরাত্রিতে এভাবে শিবলিঙ্গে নিবেদন করুন বেলপাতা, তুষ্ট হবেন মহাদেব

Shivratri 2024: বিল্বপত্র বা বেলপাতা ছাড়া দেবাদিদেব মহাদেবের পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, শিবকে বেলপাতা নিবেদন করলে তিনি প্রসন্ন হোন। আপনিও যদি শিবকে বেলপাতা নিবেদন করার কথা ভাবেন, তাহলে জানুন এটি নিবেদনের নিয়ম।

শিবলিঙ্গ
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 30 Jan 2024,
  • अपडेटेड 2:25 PM IST

সামনেই শিবরাত্রি। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয়। বিশ্বাস করা হয় যে, মহাশিবরাত্রির দিন ভগবান শিব এবং দেবী পার্বতীর বিয়ে হয়েছিল। এদিন শিব- পার্বতীর আরাধনা করলে সমস্ত ইচ্ছাপূরণ হয়। শিবের পুজোয় বেলপাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিল্বপত্র বা বেলপাতা ছাড়া দেবাদিদেব মহাদেবের পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, শিবকে বেলপাতা নিবেদন করলে তিনি প্রসন্ন হোন। আপনিও যদি শিবকে বেলপাতা নিবেদন করার কথা ভাবেন, তাহলে জানুন এটি নিবেদনের নিয়ম।

 

 

শিবরাত্রির দিনক্ষণ (Shivratri 2024 Date & Time) 

সাধারণত ফেব্রুয়ারি বা মার্চ মাসে শিবরাত্রির তিথি পড়ে। এই বছর ৮ ফেব্রুয়ারি, শুক্রবার পড়েছে মহাশিবরাত্রির তিথি। ৮ ফেব্রুয়ারি রাত ৭/৫৮/৮৬ মিনিট থেকে ৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৫/৪১/৫৫ মিনিট পর্যন্ত থাকবে শিব চতুর্দশীর তিথি। 

 

শিবলিঙ্গে বেলপাতা নিবেদনের নিয়ম

* সব সময় তিনটি পাতা সহ বেলপাতা শিবলিঙ্গে নিবেদন করা উচিত। খেয়াল রাখবেন এতে যেন কোনও দাগ না থাকে।

* কাটা-ছেঁড়া ও শুকিয়ে যাওয়া বেলপাতা একেবারেই নিবেদন করা ঠিক নয়।

* শিবলিঙ্গে অর্পণের আগে ভাল করে ধুয়ে বেলপাতার মসৃণ দিকটি অর্পণ করুন। 

* পুজোর সময় বেলপাতা না থাকলে, আগে নিবেদিত পাতা ধুয়ে শিবলিঙ্গে অর্পণ করুন। বেলপাতা কখনও বাসি হয় না।

* শিবলিঙ্গে ১, ১১ বা ২১ টি বেলপাতা নিবেদন করা শুভ। 

Advertisement

 

গাছ থেকে বেলপাতা ছেঁড়ার নিয়ম

* বেল পাতা তোলার আগে ভগবান শিবকে স্মরণ করা উচিত এবং পাতা তোলার আগে বেল গাছকে নমস্কার করুন।

* চতুর্থী, অষ্টমী, নবমী তিথি, প্রদোষ ব্রত, শিবরাত্রি, অমাবস্যা এবং সোমবার বেলপাতা ছিঁড়বেন না। 

* আপনি যদি ভগবান শিবকে বেলপত্র নিবেদন করতে চান, তবে এই তিথির একদিন আগে বেলপত্র ছিঁড়ে নিন গাছ থেকে।

* বেল গাছের গোটা ডাল ছিঁড়বেন না কখনও।

শিবলিঙ্গে বেলপাতা নিবেদনের উপকারিতা

* বেলপাতা নিবেদনের পর জল নিবেদনের সময় ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। এতে জীবনের সব কষ্ট দূর হবে।

* শিব পুজোর সময় মহিলারা যদি বেলপাতা নিবেদন করেন, তাহলে তারা সৌভাগ্য লাভ করেন।

* বেলপাতায় চন্দন দিয়ে রাম বা ওম নমঃ শিবায় লিখে নিবেদন করতে হবে। এর ফলে সকল ইচ্ছা পূরণ হয়।

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement