Advertisement

Durga Puja Vastu Tips: দুর্গাপুজোর মধ্যে বাড়িতে লাগান এই গাছগুলি, ধন-সম্পদ বৃদ্ধি পাবে

Vastu Tips: দুর্গাপুজোর মধ্যে এই গাছগুলি লাগান, ধন-সম্পদ উপচে পড়বে, কাটবে বাধাও। বাড়ির চত্বরে বা উঠোনে এই গাছগুলি লাগাতে হবে। তাহলে হিন্দু বাস্তু শাস্ত্র অনুযায়ী জীবনের পথ সুগম হবে।

দুর্গাপুজোর মধ্যে বাড়িতে লাগান এই গাছগুলি, ধন-সম্পদ বৃদ্ধি পাবে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Oct 2023,
  • अपडेटेड 5:01 PM IST
  • দুর্গাপুজোর মধ্যে এই গাছগুলি লাগান
  • ধন-সম্পদ উপচে পড়বে, কাটবে বাধাও

Durga Puja plant Vastu Tips: দুর্গাপুজোর অনুষ্ঠান-উৎসব যতই এগিয়ে আনা হোক না কেন, আসলে দেবীর বোধন তো আজও ষষ্ঠীতেই হয়। এটাই রীতি। তাই দুর্গাপুজোর সূচনাও ষষ্ঠীতেই হয়। দুর্গাপুজো শুধুই বাৎসরিক উৎসব নয়, এর পিছনে একটা জাতির সুখ-দুঃখ-ভাগ্য জড়িত থাকে। এই সময় কিছু আচার-আচরণ, পুজো করলে সারা বছর ভাল যায়। এর মধ্যে ভাগ্যোদয়ের একটি বিশেষ উপায় হল নির্দিষ্ট কয়েকটি গাছ যদি পুজোর কদিনে লাগানো যায় তাহলে ভাগ্য ঘুরে যায়। এই কয়েকটি গাছের চারা পুজোর মধ্যে বাড়িতে রোপণ করলে সম্পত্তি বৃদ্ধি হয়, অর্থের অভাব দূর হয়ে যায় বলে মনে করা হয়।

আসুন আমরা জেনে নিই যে কোন কোন গাছ দশমীর আগে পর্যন্ত সময়ের মধ্যে পোঁতা লাভদায়ক।

তুলসি- মহালয়ার পর দেবীপক্ষের সূচনার পর বাড়িতে তুলসি গাছ লাগিয়ে ফেলুন। তুলসি ঘরে রাখা খুবই উপকারী। এই সময়ে ঘরে তুলসি গাছ পুঁঁতলে সৌভাগ্য বৃদ্ধি পায় বলে বাস্তুশাস্ত্রে বিশ্বাস করা হয়। বিজোড় সংখ্যায় তুলসি গাছ বাড়িতে লাগালে ভাল। তিনটি বা পাঁচটি পাতাওয়ালা গাছ হলে ভাল বলে মনে করা হয়।

কলা গাছ- দুর্গাপুজোর যেদিন সপ্তমী, সেদিন কলাবউ স্নানের রীতি রয়েছে। বলা হচ্ছে, কলাগাছ যদি দুর্গাপুজোর সপ্তমী থেকে নবমীর মধ্যে কোনও একদিন বাড়ির উঠোনে বা নিজের বাড়ির এলাকায় পোঁতা যায়, তাহলে তা সুফল দিতে পারে। এতে মা লক্ষ্মীর কৃপা ঘর জুড়ে থাকে।

শিউলি- বাড়িতে দুর্গাপুজোর তিনদিনের মধ্যে দশমীর আগে সময় যদি শিউলি গাছ লাগাতে পারেন, তাহলে বাড়িতে কোনও টেনশন থাকলে তা কেটে যাবে। সমস্ত কাজে বাধা কেটে যায়। কোনও দুশ্চিন্তা থাকলে তা অচিরে কেটে যাবে। পারিবারিক সমস্যাও দূর হয়।

অপরাজিতা- দুর্গাপুজোর সপ্তমী থেকে নবমীর মধ্যে বাড়িতে অপরাজিতা গাছ লাগাতে পারেন। এই সময় অপরাজিতা গাছ লাগানো ভাল। এতে আর্থিক সমস্যা সমস্ত অপসারিত হয়। বাড়িতে আসতে থাকে, ধন সম্পত্তি।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement