বিজয়া দশমী উপলক্ষে ১০৮ টি বীণা বেজে উঠল একসঙ্গে। বিজয়াদশমী উপলক্ষে মাদুরাইয়ের প্রসন্ন ভেঙ্কটেসা পেরুমাল মন্দিরে 108 জন বীণা বাদক পারফর্ম করেছেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি। যুবক-বৃদ্ধা নারী ও পুরুষরা মৃদঙ্গমের সঙ্গীতে বীণা সঙ্গীত পরিবেশন করেন। শত শত ভক্ত ও পর্যটক অনুষ্ঠানটি দেখেন।