Advertisement

ধর্ম

যাত্রা অশুভ! এই জিনিসগুলি বেরনোর সময় দেখলে, সাবধান

Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Jul 2021,
  • Updated 11:11 AM IST
  • 1/10

 অনেক সময় এমন হয় যে আপনি যখন কোনও কাজ করতে বের হচ্ছেন, প্রকৃতি আপনাকে জানায়, সেই কাজটি সফল হবে কিনা। অনেকগুলি লক্ষণ রয়েছে যা আপনাকে বিপদের সাবধান বার্তা দেয়। আবার অনেক লক্ষণ রয়েছে যা সাধারণত খারাপ বলে বিবেচিত হয়। পণ্ডিত শৈলেন্দ্র পান্ডে খুঁটিনাটি জানালেন।

  • 2/10

বাড়ি থেকে বের হওয়ার সময় যদি কোনও ব্যক্তি হাঁচি দেন, তাহলে সাধারণত এটি অশুভ বিবেচিত হয়। তবে বেরনোর সময় হাঁচি দেওয়া, সর্বক্ষেত্রে কিন্তু অশুভ নয়। যদি আপনি অসুস্থতা বা আবহাওয়াগত কারণ ছাড়া হাঁচি দেন সেক্ষেত্রেই শুধু সেটা ভাবনার বিষয়। যদি দুটির বেশি হাঁচি হয়, তবে তা শুভ। এটি কর্মের সফলতার ইঙ্গিত দেয়। তবে শুধুমাত্র একটি হাঁচি, অশুভ হিসাবে বিবেচিত হয়। সেক্ষেত্রে, তখন ঘরে ফিরে এক গ্লাস জল পান করুন ও দু'মিনিট ঈশ্বরকে স্মরণ করুণ। এরপর বাড়ির বাইরে যান।

  • 3/10

জ্যোতিষ শাস্ত্র মতে, বাড়ি থেকে বেরিয়ে আসার সময় কোনও প্রাণী, জল, দুধ, মন্দির থেকে ঘন্টার আওয়াজ, অনেক কিছুই প্রায়শই দেখা এবং শোনা যায়। বাড়ি থেকে বেরনোর সময় যে জিনিসগুলি দেখা যায়, সেগুলিও আপনাকে কাজের ভাল বা খারাপ ফলাফল সম্পর্কে বলতে পারে। বেরনোর সময় যদি আপনি পান পাতা, মাছ, হাতি বা পাখি দেখতে পান, তাহলে এটি ভাল লক্ষণ। এর অর্থ আপনি যে কাজের জন্য যাচ্ছেন, তাতে আপনি সাফল্য পাবেন।

  • 4/10

বেরনোর সময় যদি দুধ, খালি বাসন কিংবা নোংরা আপনার চোখে পড়ে, তাহলে এটা অশুভ। অন্যদিকে ফুল, মালা ইত্যাদি দেখলে তা অত্যন্ত শুভ। 

  • 5/10

কোনও অশুভ জিনিস বা লক্ষণ দেখেন বেরনোর সময়, তাহলে সেই মুহূর্তে মনে মনে ইষ্ট দেবতাকে স্মরণ করুণ কিংবা ওম নমঃ শিবায় জপ করুন এটা বিপদ থেকে আপনাকে রক্ষা করবে। 

  • 6/10

মাটিতে টাকা -পয়সা পড়ে থাকতে দেখলে, এর একটা অর্থ রয়েছে। যদি পয়সা দেখতে পান, এর অর্থ আপনার কর্ম সম্পন্ন হওয়ার জন্য অনেক দেরি হয়ে গেছে। আবার টাকা দেখতে পাওয়ার অর্থ আপনার কার্য সিদ্ধি হবে। আর যদি দুটিই পড়ে থাকতে দেখেন, এর অর্থ কারও সাহায্য নিয়ে আপনার কাজ সম্পন্ন হবে। 
 

  • 7/10

এইরূপ কোনও অশুভ লক্ষণ আপনি দেখতে পেলে, তাহলে কোনও দরিদ্র ব্যক্তিকে অর্থদান করুণ। এমনটিতে রাস্তায় পড়ে থাকা টাকা ব্যবাহার করতে নেই। এই ধরণের অর্থ কোনও ধর্মীয় স্থানে বা দরিদ্রকে দিয়ে দেওয়া ভাল। 

  • 8/10

যদি বেরনোর সময় পায়রা আপনাকে ঠোক্কর মারে তাহলে এটি অশুভ। তবে পায়রা আপনার গায়ে মলত্যাগ করলে, তা শুভ। গোবর, কিংবা কাঁদায় যদি স্লিপ করে আপনি পড়ে যান, তা কিন্তু অশুভ বলেই বিবেচিত। এটি কোনও নতুন সমস্যার বার্তা দেয়। 

  • 9/10

 যাত্রা শুরুর সময় কোনও দরিদ্র ব্যক্তি আপনার সামনে এলে তাঁকে অর্থদান করুণ। এর মানে আপনি ঋণমুক্ত হবেন। বাড়ি থেকে বেরনোর সময় কোনও ভিক্ষুকের দর্শন পাওয়া অত্যন্ত শুভ। 

  • 10/10

বাড়ি থেকে বেরনোর সময় অনেকেই পেন, রুমাল ইত্যাদি নিতে ভুলে যান। এটি কিন্তু অশুভ। এর ফলে কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে কোনও স্থানে কিছুক্ষণ দাঁড়িয়ে সামান্য মিষ্টি ও জল খেয়ে আবার রওনা দিন। এর ফলে অশুভ শক্তি থেকে মুক্ত হবেন আপনি।      

Advertisement
Advertisement