Advertisement

ধর্ম

Bhai Phota 2022 : ভাইফোঁটা আর কী কী নামে প্রচলিত? রইল ইতিহাস

Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Oct 2022,
  • Updated 11:51 PM IST
  • 1/6

বাঙালির বারো মাসে তেরো পার্বণ, যার অন্যতম ভাইফোঁটা (Bhai Phota 2022)। দীপাবলির পর আসে ভাতৃদ্বিতীয়া। এই দিন ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁর দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করেন বোনেরা। একে অপরের মধ্যে চলে উপহার বিনিময়। সঙ্গে থাকে মিষ্টিমুখ ও জমিয়ে খাওয়াদাওয়া। 

  • 2/6

তবে কোনও কোনও বাড়িতে আবার প্রতিপদেও ভাইফোঁটার নিয়ম রয়েছে। এই বছর ভাতৃদ্বিতীয়া আগামী ২৭ অক্টোবর। 
 

  • 3/6

পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় এই উৎসব ভাইফোঁটা নামে পরিচিত হলেও, দেশের বিভিন্ন প্রান্তে বা ভারতের বাইরে এর আরও নাম আছে। যেমন, পশ্চিম ভারতে এই উৎসব ভাইদুজ (Bhai Dooj 2022) নামে পরিচিত। 

আরও পড়ুনডায়েটে রাখুন এই খাবারগুলি, প্রখর বুদ্ধি-স্মৃতিশক্তিতে টপকে যাবেন সবাইকে

  • 4/6

আবার, মহারাষ্ট্র, গোয়া ও কর্ণাটকের মতো রাজ্যে ভাইফোঁটা প্রচলিত ভাইবিজ নামে। অন্যদিকে আবার নেপাল ও সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং পার্বত্য অঞ্চলে এই উৎসবকে বলা হল ভাইটিকা। সেইসব জায়গায় বিজয়া দশমীর পর এটিই মূলত সবচেয়ে বড় উৎসব। 

  • 5/6

ভাইফোঁটাকে ঘিরে জড়িয়ে রয়েছে একাধিক কাহিনী। কথিত আছে, এই দিন মৃত্যুর দেবতা যম তাঁর বোন যমুনার হাতে ফোঁটা নিয়েছিলেন। সেই জন্য এই উৎসবের আরও একটি নাম যমদ্বিতীয়া। 

  • 6/6

আবার অন্য একটি মতে নরকাসুরকে বধ করার পর বোন সুভদ্রার কাছে যান ভগবান শ্রীকৃষ্ণ। সেই সময় সুভদ্রা শ্রীকৃষ্ণের কপালে ফোঁটা দিয়ে তাঁকে মিষ্টি খেতে দেন। শোনা যায় সেই থেকেই নাকি ভাইফোঁটার প্রচলন। 

Advertisement
Advertisement