Advertisement

ধর্ম

Holi 2021: এই মহাশ্মশানে চিতাভস্ম দিয়ে খেলা হয় হোলি

রজত কর্মকার
  • কলকাতা,
  • 25 Mar 2021,
  • Updated 2:21 PM IST
  • 1/12

২০ মার্চ সারা দেশে হোলি খেলা হবে। কিন্তু কাশিতে একাদশী থেকেই শুরু হয়ে যায় হোলির রং খেলা। কাশি মহাশ্মশানে চিতাভস্ম দিয়ে খেলা শুরু হয়।

  • 2/12

কাশির মহাশ্মশান হরিশচন্দ্র ঘাটে চিতার আগুন কখনও নেভে না। ২৪ ঘণ্টা দেহ সৎকারের জন্য লোক সমাগম হয়।

  • 3/12

বছরের বাকি দিনে যখন প্রিয়জনকে হারানোর শোক ছেয়ে থাকে শ্মশানে, বছরের একটা দিন পরিবেশ অন্যরকম হয়ে যায়।

  • 4/12

হোলির আগের একাদশীতে শ্মশানে বহু মানুষ একত্রিত হন এই প্রাচীন রীতি প্রত্যক্ষ করতে। এখানে বহু সাধু, অঘোরীরা আসেন চাতিভস্ম দিয়ে হোলি খেলতে।

  • 5/12

এই প্রথার পিছনে একটা প্রাচীন কাহিনি রয়েছে। বলা হয়, এই দিনে দেবী পার্বতীকে নিয়ে কাশিতে আসেন মহাদেব। সে সময় শ্মশানে গিয়ে প্রিয় সাঙ্গপাঙ্গদের সঙ্গে হোলি খেলতে পারেননি শিব।

  • 6/12

তাই মনে করা হয়, এই একাদশীর দিনে শিবশম্ভু তাঁর প্রিয় সাঙ্গপাঙ্গদের সঙ্গে হোলি খেলতে আসেন এই মহাশ্মশানে।

  • 7/12

এই দিন থেকে কাশিতে পাঁচদিনের হোলি উৎসব শুরু হয়।

  • 8/12

শহরে বিরাট শোভাযাত্রাও বার করা হয়। কিনারাম আশ্রম থেকে বার হয়ে হরিশচন্দ্রঘাটের মহাশ্মশানে এই শোভাযাত্রা আসে।

  • 9/12

অনাড়ম্বর মহাদেব চিতাভস্ম মেখে সাজতেন। সেটাই তাঁর বসন। সেই প্রথা মেনে এ দিন বহু মানুষ চিতাভস্ম মাখেন।

  • 10/12

কাশিবাসী মনে করেন, অন্তিম সত্য শব। তাই শবকে শিবরূপে পুজো করতে এই প্রাথয় সামিল হন তাঁরা।

  • 11/12

বহু মানুষ একত্রিত হন এই সমাবেশে। শ্মশানের পরিবেশ একেবারে পাল্টে যায়।

  • 12/12

শিব-পার্বতীর বিয়ের দৃশ্যও অভিনয় করে দেখান অনেক সাধু।

Advertisement
Advertisement