সোমবার দীপাবলি। এবছরও দীপাবলির সময় মাত্র কিছুক্ষণের জন্য। পঞ্জিকা মতে দীপাবলির সময় ২৪-২৫ তারিখ রাত্রি ২টো ৩৩ মিনিট থেকে ভোর ৪টে ৪১ মিনিট পর্যন্ত। অর্থাৎ এই ২ ঘণ্টা ৮ মিনিট হচ্ছে এই বছর দীপাবলির সর্বশেষ্ঠ সময়।
দীপাবলিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগ হল হল কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সূর্য ও চন্দ্রের একই রাশিতে অবস্থান। সাধারণত তুলা রাশিতে প্রতিবছর এই যোগ তৈরি হয়। 
  
এবছর শাস্ত্রীয় উদয়তিথি তত্ত্ব অনুসারে, দীপাবলি ২৫ অক্টোবর হওয়ার কথা ছিল। কিন্তু সূর্যগ্রহণের ফলে, ২৪ অক্টোবর তারিখে অমাবস্যা তিথি হওয়ায় ওই দিনটিকেই দীপাবলির জন্য নির্দিষ্ট করা হয়। এই পরিস্থিতিতে কার্তিক অমাবস্যার সঙ্গে একই রাশিতে চন্দ্র ও সূর্যের মিলন ঘটছে রাত্রি ২টা ৩৩ মিনিট থেকে। 
  
আরও পড়ুন - মৃত বালিকাকে বাঁচিয়ে তুলেছিলেন! জানুন ভবাপাগলার আরও অলৌকিক কাহিনি
এই সময় চাঁদ তুলা রাশিতে প্রবেশ করবে। এরপর ভোর ৪টা ৪১ মিনিট থেকে শুরু হবে সূর্যগ্রহণ। জ্যোতিষ মতে, কার্তিক অমাবস্যায় সূর্য ও চন্দ্র এক রাশিতে থাকবে মাত্র ২ ঘণ্টা ৮ মিনিট। তাও রাতের চতুর্থ ও শেষ প্রহরে। তাই এই সময়ের মধ্যেই হওয়া উচিত দীপাবলির পুজো।
এর আগে বাড়ি ঘড় সাজিয়ে আত্মীয়-স্বজনদের নিয়ে ভক্তিভরে মায়ের আরাধনা করুন। রাত্রি ২টো ৩৩ মিনিটে মা মহালক্ষ্মীর পুজো শুরু করুন। ভোর ৪টা ৪১ মিনিটের আগে শেষ করতে হবে পুজো।
জ্যোতিষ মতে, অমাবস্যা তিথির শুরুতেই পুজার উপযুক্ত সময় ধরে নেওয়া ঠিক নয়। পুজোর জন্য এই যোগ বিশেষ গুরুত্বপূর্ণ। মা মহালক্ষ্মীর আরাধনার জন্য এই বছর সময় খুব কম। আর শাস্ত্র বলছে সেই মতোই পুজো করা উচিত।