Gangasagar Mela 2022: গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela)-য় করোনা পরিস্থিতিতে বিভিন্ন জেলার পুণ্যার্থীরা স্নানের জন্য আসতে পারছেন না।
আরও পড়ুন: রাওয়াতের মৃত্যুতে 'উল্লাস', লালবাজারের ধমকে ডিলিট Facebook পোস্ট
তাদের উদ্যোগে পুণ্যতরীর মাধ্যমে সব জেলায় জল পাঠিয়ে দেওয়া হবে। তাঁদের জন্য এ বছর নতুন ব্যবস্থা নিল দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রশাসন।
আরও পড়ুন: ক্লাস টুয়েলভের বোর্ড পরীক্ষায় গুজরাত দাঙ্গা নিয়ে প্রশ্ন, ক্ষমা চাইল সিবিএসই
আরও পড়ুন: নলেন গুড়-ছানার প্রেমে তৈরি মাখা সন্দেশে মজে বাঙালি
ওই অনুষ্ঠানের উদ্বোধন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, দক্ষিণ ২৪ পরগণার জেলাশাসক পি উল্গানাথন।
আরও পড়ুন: বক্সার জঙ্গলে দেখা মিলল রয়্যাল বেঙ্গলের, উচ্ছ্বাস বন দফতরের
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গঙ্গাসাগর মেলা আধিকারিক অতিরিক্ত জেলাশাসক সইদ এন, সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল, গঙ্গাসাগর-বকখালি ডেভলপমেন্ট অথরিটি (জিবিডিএ বা GBDA)-র চেয়ারম্যান শ্রীমন্তকুমার মালী, আধিকারিক সৌম্যদীপ সরকার-সহ অন্যান্যরা
আরও পড়ুন: কলেজ ছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা! তোলপাড় দাশনগর
র
২৩টি নৌকায় করে জল পাঠানো হচ্ছে। সেখানকার প্রসিদ্ধ সব মন্দিরে পাঠিয়ে দেওয়া হবে জল।
গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela)-য় এ বছর প্রথম ধ্যানকেন্দ্র (Dhyan Kendra) চালু হল।
এই ধ্যানকেন্দ্র (Dhyan Kendra)-টি গঙ্গাসাগর কপিলমুনি মন্দিরের সি বিচের কাছে পুলিশ কন্ট্রোল রুমের পাশে অবস্থিত।
ওই ধ্যানকেন্দ্রেটি খোলা থাকবে ১১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত।
রোজ সকাল ৬টা থেকে বেলা ১০টা এবং বিকেল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত।
ওই ধ্যানকেন্দ্র (Dhyan Kendra)-এর উদ্বোধন করলেন দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক পি উল্গানাথন, এদিন জেলাশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন গঙ্গাসাগর-বকখালি ডেভলপমেন্ট অথরিটি (জিবিডিএ বা GBDA)-এর চেয়ারম্যান সীমন্ত কুমার মালি।
মূলত এই ধ্যান কেন্দ্রে প্রত্যহ ধ্যান করবেন মায়াপুরের ইসকন (ISKCON)-এর ভক্ত, ভারত সেবাশ্রমের ভক্ত এবং অন্যান্য সংগঠনের ভক্তরা।
করোনার কারণে গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela)-য় অনেক বদল এসেছে।
অনেক নিয়ম মেনে সেখানে যেতে হবে।
গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) নিয়ে আদালতে মামলাও হয়েছে।
গত কয়েকদিনে রাজ্যে করোনা সংক্রমণ বেড়েছে।
মেলা (Gangasagar Mela)-র জন্য যাতে সংক্রমণ না বাড়ে সে ব্য়াপারে সতর্ক প্রশাসন।
একগুচ্ছ ব্য়বস্থা নেওয়া হয়েছে।