Advertisement

ধর্ম

Gangasagar Mela 2022 : ভক্তিই শক্তি! গঙ্গাসাগর থেকে ২৩ পুণ্যতরীতে ২১ জেলায় যাবে জল

প্রসেনজিৎ সাহা
  • গঙ্গাসাগর,
  • 11 Jan 2022,
  • Updated 7:24 PM IST
  • 1/18

Gangasagar Mela 2022: গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela)-য় করোনা পরিস্থিতিতে বিভিন্ন জেলার পুণ্যার্থীরা স্নানের জন্য আসতে পারছেন না।

আরও পড়ুন: রাওয়াতের মৃত্যুতে 'উল্লাস', লালবাজারের ধমকে ডিলিট Facebook পোস্ট

  • 2/18

তাদের উদ্যোগে পুণ্যতরীর মাধ্যমে সব জেলায় জল পাঠিয়ে দেওয়া হবে। তাঁদের জন্য এ বছর নতুন ব্যবস্থা নিল দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রশাসন।

আরও পড়ুন: ক্লাস টুয়েলভের বোর্ড পরীক্ষায় গুজরাত দাঙ্গা নিয়ে প্রশ্ন, ক্ষমা চাইল সিবিএসই

আরও পড়ুন: নলেন গুড়-ছানার প্রেমে তৈরি মাখা সন্দেশে মজে বাঙালি

  • 3/18

ওই অনুষ্ঠানের উদ্বোধন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, দক্ষিণ ২৪ পরগণার জেলাশাসক পি উল্গানাথন। 

আরও পড়ুন: বক্সার জঙ্গলে দেখা মিলল রয়্যাল বেঙ্গলের, উচ্ছ্বাস বন দফতরের

  • 4/18

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গঙ্গাসাগর মেলা আধিকারিক অতিরিক্ত জেলাশাসক সইদ এন, সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল, গঙ্গাসাগর-বকখালি ডেভলপমেন্ট অথরিটি (জিবিডিএ বা GBDA)-র চেয়ারম্যান শ্রীমন্তকুমার মালী, আধিকারিক সৌম্যদীপ সরকার-সহ অন্যান্যরা

আরও পড়ুন: কলেজ ছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা! তোলপাড় দাশনগর

  • 5/18

  • 6/18

২৩টি নৌকায় করে জল পাঠানো হচ্ছে। সেখানকার প্রসিদ্ধ সব মন্দিরে পাঠিয়ে দেওয়া হবে জল। 

  • 7/18

গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela)-য় এ বছর প্রথম ধ্যানকেন্দ্র (Dhyan Kendra) চালু হল। 

 

  • 8/18

এই ধ্যানকেন্দ্র (Dhyan Kendra)-টি গঙ্গাসাগর কপিলমুনি মন্দিরের সি বিচের কাছে পুলিশ কন্ট্রোল রুমের পাশে অবস্থিত।

  • 9/18

ওই ধ্যানকেন্দ্রেটি খোলা থাকবে ১১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত। 

 

  • 10/18

রোজ সকাল ৬টা থেকে বেলা ১০টা এবং বিকেল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত।

  • 11/18

ওই ধ্যানকেন্দ্র (Dhyan Kendra)-এর উদ্বোধন করলেন দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক পি উল্গানাথন, এদিন জেলাশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন গঙ্গাসাগর-বকখালি ডেভলপমেন্ট অথরিটি (জিবিডিএ বা GBDA)-এর চেয়ারম্যান সীমন্ত কুমার মালি।

 

  • 12/18

মূলত এই ধ্যান কেন্দ্রে প্রত্যহ ধ্যান করবেন মায়াপুরের ইসকন (ISKCON)-এর ভক্ত, ভারত সেবাশ্রমের ভক্ত এবং অন্যান্য সংগঠনের ভক্তরা।

  • 13/18

করোনার কারণে গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela)-য় অনেক বদল এসেছে। 

  • 14/18

অনেক নিয়ম মেনে সেখানে যেতে হবে।

  • 15/18

গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) নিয়ে আদালতে মামলাও হয়েছে।

  • 16/18

গত কয়েকদিনে রাজ্যে করোনা সংক্রমণ বেড়েছে।

  • 17/18

মেলা (Gangasagar Mela)-র জন্য যাতে সংক্রমণ না বাড়ে সে ব্য়াপারে সতর্ক প্রশাসন।

  • 18/18

একগুচ্ছ ব্য়বস্থা নেওয়া হয়েছে।

Advertisement
Advertisement