Advertisement

ধর্ম

Hanuman Jayanti 2023 Puja Vidhi : বৃহস্পতিবার হনুমান জয়ন্তী, বাধাবিঘ্ন কাটাতে বজরংবলির পুজোয় এই বিষয়গুলি মাথায় রাখুন

Aajtak Bangla
  • দিল্লি,
  • 02 Apr 2023,
  • Updated 10:02 PM IST
  • 1/5

প্রতি বছরের মতো এবারেও এপ্রিল মাসে ধুমধাম করে উদযাপিত হতে চলেছে হনুমান জয়ন্তী (Hanuman Jayanti 2023)। এবার হনুমান জয়ন্তী উদযাপন করা হবে ৬ এপ্রিল (Hanuman Jayanti 2023 Date And Time)। এই শুভ দিনে হনুমান জির পুজো করা হয়। তাতে ভক্তদের ওপরে রামভক্ত হনুমানের আশীর্বাদ বর্ষিত হয় এবং তাঁদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয়।
 

  • 2/5

হনুমান জয়ন্তীর দিন বজরঙ্গবলীকে ছোলা নিবেদনের বিশেষ মাহাত্ম্য রয়েছে। ভগবানকে বস্ত্র নিবেদনের সময়ও কয়েকটি বিষয়ে যত্ন নেওয়া প্রয়োজন (Hanuman Jayanti Puja Vidhi)। চলুন জেনে নেওয়া যাক, বজরংবলীকে ছোলা নিবেদনের সময় কী কী বিষয়ে খেয়াল রাখা উচিত।
 

  • 3/5

হনুমান জি যে জিনিসগুলি খুবই পছন্দ করেন, তার মধ্যে অন্যতম হল ছোলা। তাই তাঁকে ছোলা দেওয়ার সময় কয়েকটি জিনিস কখনওই ভোলা উচিত নয়। এছাড়া হনুমান জি সিঁদুর, সুগন্ধি, জুঁই তেল, লাল কাপড় এবং পবিত্র সুতোও খুব পছন্দ করেন। তাই ছোলা নিবেদনের সময় ভগবানের উপাসনা সামগ্রীতে এই জিনিসগুলি অন্তর্ভুক্ত করা খুবই প্রয়োজন।

  • 4/5

হনুমান জিকে ছোলা নিবেদনের আগে সংকল্প করুন। তারপর শ্রী গণেশকে স্মরণ করুন। এর পরে, ভগবান শ্রী রামের ধ্যান করার সময়, হনুমানজির পায়ে ফুল অর্পণ করুন। অবশ্যই মনে রাখবেন, স্নানের পরেই বজরঙ্গবলীকে বস্ত্র নিবেদন করবনে। পা থেকে শুরু করে হাতে-মুখে আছমন করতে করতে মাথায় জল নিবেদন করুন।
 

  • 5/5

বজরঙ্গবলীকে স্নান করিয়ে সিঁদুর-তেল-সুগন্ধি লাগান এবং তাঁকে একটি চাদর অর্পণ করুন। ছোলা নিবেদনের পর লাল কাপড় দিতে ভুলবেন না। তাহলেই প্রসন্ন হবেন পবনপুত্র হনুমান।

আরও পড়ুন - মেষে ঢুকছে বুধ, ৪ রাশির দারুণ পদোন্নতি-ইনক্রিমেন্ট যোগ; আপনি আছেন?

 

Advertisement
Advertisement