Advertisement

ধর্ম

Hanuman Jayanti 2023 : হনুমান জয়ন্তীর আগে শেষ মঙ্গলবার করুন এই কাজ, জীবনের মোড় ঘুরে যাবে

Aajtak Bangla
  • দিল্লি,
  • 03 Apr 2023,
  • Updated 9:35 PM IST
  • 1/6

ধর্মীয় গ্রন্থ অনুসারে, সপ্তাহের এক একটি দিন এক একজন দেবতাকে উৎসর্গ করা হয়। সেই অনুযায়ী সপ্তাহের মঙ্গলবারটি উৎসর্গ করা হয় বজরংবলি বা হনুমান জিকে। এই দিনে তাঁর পুজো-অর্চনা করলে বিশেষ ফল লাভ হয়। 

  • 2/6

এক্ষেত্রে মনে রাখা দরকার আগামী ৬ এপ্রিল সারাদেশে উপযাপিত হবে হনুমান জয়ন্তী (Hanuman Jayanti 2023)। তার আগে শেষ মঙ্গলবারটি হনুমানজির পুজো ও আরতি করার সময় কয়েকটি বিষয় বিশেষভাবে মাথায় রাখা দরকার (Tips For Hanuman Ji Puja)।

  • 3/6

জ্যোতিষ শাস্ত্র অনুসারে, এই দুটি দিনই হনুমান জির পুজোর জন্য বিশেষ। এই দিনে হনুমানজির আরতি করলে পুজো সম্পূর্ণ বলে গণ্য হয়। এছাড়াও, কথিত আছে যে এই দিনগুলিতে যদি সংকটমোটনের আরতি সঠিকভাবে করা হয়, তবে হনুমানজি প্রসন্ন হন এবং ভক্তদের উপর প্রচুর আশীর্বাদ বর্ষণ করেন। 

  • 4/6

হনুমানজিকে খুশি করার জন্য অনেক মন্ত্র ও স্তুতি রচিত হয়েছে। কিন্তু হনুমানজির আরতি একটাই। তাহলে চলুন জেনে নেওয়া যাক হনুমানজির আরতি করার সময় কী কী বিষয় মাথায় রাখা উচিত (Bajrangbali Puja Vidhi)।

  • 5/6

জ্যোতিষ শাস্ত্র অনুসারে, হনুমানজির আরতি করার সময় কিছু বিষয়ের বিশেষ যত্ন নেওয়া খুবই জরুরি। সম্ভব হলে ১১টি খাঁটি দেশি ঘিয়ের প্রদীপ দিয়ে বজরঙ্গবলীর আরতি করা উচিত। এর পরে হনুমানজির কর্পূর আরতিও করুন।

  • 6/6

আরতিতে জলের ছিটে দিন। একে বলা হয় আরতি শীতল করা। বজরংবলির আরতি করার পর তা ভক্তদের কাছে নিয়ে যান। এতে ঘরে সুখ ও সমৃদ্ধি আসবে। আর বজরঙ্গবলীর কৃপা লাভ হবে। 

আরও পড়ুন - মেষে ৪ গ্রহের অশুভ মিলনে একজোড়া ধ্বংসাত্মক যোগ, এপ্রিল জুড়ে সতর্ক থাকুন ৩ রাশি

Advertisement
Advertisement