Advertisement

ধর্ম

Tulsi Puja On Thursday: অর্থকষ্ট চলছে? প্রতি বৃহস্পতিবার এ ভাবে করুন তুলসী পুজো

Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Dec 2021,
  • Updated 5:40 PM IST
  • 1/10

লক্ষ্মীর অপর নাম তুলসী। বাংলার ঘরে ঘরে তুলসী গাছ দেখা যায়। বছর কুড়ি আগেও প্রতিটা বাড়িতে একটা তুলসী তলা থাকত। ঠাকুমা দিদিমাদের হাত ধরে কচিকাঁচারা সন্ধে হলেই প্রণাম করে আসত তুলসী বেদীতে। 
 

  • 2/10

 ভারতীয় সংস্কৃতির সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে তুলসী।  তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জ্বালানো প্রায় সব বাড়িতেই নিত্যকর্মের মধ্যে পড়ে। 

  • 3/10

তুলসী বহুগুণা। সর্দিকাশি কমানোর পাশাপাশি তুলসী রোগ-জীবাণু মারে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ঘরে অক্সিজেনের পরিমাণ বাড়িয়ে পজিটিভ এনার্জি আনে। এই জন্যেই প্রাচীন যুগ থেকে তুলসীর বিশেষ আদর ও কদর হিন্দু ঘরে এবং হিন্দু পুরাণে।

  • 4/10

মনে করা হয় তুলসী গাছে স্বয়ং দেবী লক্ষ্মীর বাস। প্রাচীন কাল থেকে বিষ্ণুপ্রিয়া হিসেবে তুলসী গাছকে পুজো করা হয়ে আসছে। তবে মনে রাখবেন, শাস্ত্র অনুসারে, লক্ষ্মীদেবীর আরাধনায় তুলসিপাতা ব্যবহার করতে নেই। তুলসির সঙ্গে শালগ্রাম শিলার অর্থাৎ নারায়ণের বিবাহ হয়। শ্রীলক্ষ্মীও বিষ্ণুপত্নী। তাই তাঁর আরাধনায় তুলসিপাতা ব্যবহার করলে দেবী রুষ্ট হন। 
 

  • 5/10

বলা হয় লক্ষ্মীবার অর্থাৎ বৃহস্পতিবার তুলসী গাছ পুজো করলে জীবনে সুখ ও সমৃদ্ধি অক্ষয় হয়। এদিন স্নান সেরে তুলসী গাছের গোড়ায় দুধ ঢালুন। সন্ধেয় একটা ঘিয়ের প্রদীপ তুলসী গাছের সামনে জ্বেলে রাখুন। এর ফলে লক্ষ্মী প্রীত হন।

  • 6/10

মনে রাখবেন, শাস্ত্র অনুসারে প্রতি রবিবার, একাদশীতে এবং সূর্য ও চন্দ্র গ্রহণ থাকলে সেই সব দিনে তুলসী গাছে জল দিতে নেই। 
 

  • 7/10

সূর্যাস্তের পর কখনোও তুলসী গাছের পাতা ছিঁড়বেন না। না হলে লক্ষ্মীদেবী রুষ্ট হন ও সেই বাড়ি ত্যাগ করেন বলে প্রচলিত বিশ্বাস।
 

  • 8/10

কখনোই শুকিয়ে যাওয়া তুলসী গাছ বাড়িতে রাখতে নেই। এটা অত্যন্ত অশুভ। তাই নিয়মিত তুলসী গাছের গোড়ায় জল দেবেন। তবু যদি কোনও ভাবে গাছটি শুকিয়ে যায় তবে সঙ্গে সঙ্গে সেটি সরিয়ে সেই স্থানে অন্য তুলসী গাছের চারা বসান। তুলসী গাছের শুকিয়ে যাওয়া আর্থিক দৈন্যের ইঙ্গিত দেয়।
 

  • 9/10

ঘরের উত্তর ও উত্তর-পূর্ব দিকে তুলসী গাছ বসান। দিনে ছয় থেকে আট ঘণ্টা রোদের প্রয়োজন তুলসী গাছের। তাই এমন জায়গায় তুলসী গাছ রাখুন, যাতে সেটি পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পায়।

  • 10/10

দেবী তুলসীকে সর্বদা প্রসন্ন করার জন্য প্রতি দিন স্নানের পর সিক্ত বস্ত্রে একটি ঘটিতে গঙ্গাজল অথবা পরিষ্কার জল নিয়ে  ‘নমঃ তুলসী কল্যাণী নমো বিষ্ণুপ্রিয়ে শুভে। নমো মোক্ষপ্রদে দেবী নমঃ সম্পৎপ্রদায়িকে’ মন্ত্র পাঠ করুন। এতে  মাতা তুলসী সর্বদা প্রসন্না থাকবেন এবং তাঁর আশীর্বাদে ধনসম্পদ এবং মোক্ষ লাভ হয়।
 

Advertisement
Advertisement