শ্রাবণ মাস শুরু হল। বাংলা ক্যালেন্ডারের চুতর্থ মাস। আজ অর্থাত্ ২১ জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবার। শিবের তামাম ভক্তকূলের বিশ্বাস, শ্রাবণ মাসের প্রতিটি সোমবারে মহাদেবের আরাধনা করলে বিশেষ আশীর্বাদ মেলে। জীবন সুখ, শান্তিতে ভরে ওঠে।
পঞ্জিকা মতে, শ্রাবণ মাসের সোমবারগুলিতে শিবের মাথায় জল ঢালা ও শিবের পুজোর শুভক্ষণ রয়েছে। বাংলা বছর ১৪৩২ সালের শ্রাবণ মাসের প্রতিটি সোমবারেই শিবপুজো ও শিবের মাথায় জল ঢালার দিন। তবে একটি শুভক্ষণ রয়েছে, যে সময় জল ঢালতে পারলে বা আরাধনা করতে পারলে, সবচেয়ে ভাল।
আজ ২১ জুলাই ৫ শ্রাবণ। শ্রাবণ মাসের প্রথম সোমবার। এরপরেও সোমবার আসবে। আজ ও আগামী সোমবারগুলিতে শিব আরাধনার শুভক্ষণগুলি জেনে নেওয়া যাক।
আজ প্রথম সোমবারে একাদশী তিথি চলেছে সকাল ৯টা ৩৯ মিনিট পর্যন্ত। অমৃতযোগ ছিল ভোর ৬টা ৫২ মিনিট পর্যন্ত। এরপর ১০টা ২৫ মিনিট থেকে দুপুর ১টা ২ মিনিট পর্যন্ত থাকছে অমৃতযোগ। তবে মাহেন্দ্রক্ষণ ছিল ভোর ৩টে ৫২ মিনিট থেকে ভোর ৫টা ২৬ মিনিট পর্যন্ত।
এরপরের সোমবার পড়বে ২৮ জুলাই। যাঁরা আজ শিবের মাথায় জল ঢালার শুভক্ষণ ও মাহেন্দ্রক্ষণ মিস করলেন, তাঁদের সুযোগ থাকছে। ২৮ জুলাই বাংলা মাসের ১২ শ্রাবণ। শুক্লপক্ষের চতুর্থী থাকবে রাত ১১টা ২৫ মিনিট পর্যন্ত। অমৃতযোগ চলবে সকাল ৬টা ৫৫ মিনিটে। তারপর ফের সকাল ১০টা ২৫ মিনিট থেকে দুপুর ১টা ১ মিনিট পর্যন্ত। মাহেন্দ্রযোগ থাকবে দুপুর ৩টে ৩৯ মিনিট থেকে বিকেল ৫টা ২৩ মিনিট পর্যন্ত।
তারপরের সোমবার পড়বে ৪ অগাস্ট। বাংলা মতে ১৯ শ্রাবণ। শুক্লপক্ষের দশমী তিথি চলবে বেলা ১১টা ৪২ মিনিট পর্যন্ত। অমৃতযোগ রয়েছে ভোর ৬টা ৫৭ মিনিট পর্যন্ত। এরপর সকাল ১০টা ২৬ মিনিট থেকে দুপুর ১টা ১ মিনিট পর্যন্ত। মাহেন্দ্রক্ষণ রয়েছে দুপুর ৩টে ৩৮ মিনিট থেকে বিকেল ৫টা ২১ মিনিট।
পরে ১১ অগাস্ট আবার সোমবার। ওই ২৬শে শ্রাবণ। কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি থাকবে সকাল ১০টা ৩৪ মিনিট পর্যন্ত। অমৃতযোগ থাকবে ভোর ৬টা ৫৮ মিনিট পর্যন্ত। পরে সকাল ১০টা ২৫ মিনিট থেকে দুপুর ১২টা ৫৮ মিনিট পর্যন্ত। মাহেন্দ্রক্ষণ থাকবে দুপুর ৩টে ৩৫ থেকে ৫টা ১৭ মিনিট পর্যন্ত।
শ্রাবণের সোমবারে শিবের মাথায় জল ঢালা বিশেষ শুভ বলে মানেন ভক্তরা। পুরাণে রয়েছে, শ্রাবণ মাস শিব-পার্বতীর মিলনের মাস।
এই মাসেই সমুদ্রমন্থনের বিষ নিজের গলায় ধারণ করেছিলেন মহাদেব। নীলকণ্ঠ হয়েছিলেন তিনি।