Advertisement

ধর্ম

Money Plant Best Direction: বাড়ির এই দিকটায় রাখুন মানি প্ল্যান্ট, দু'হাত ভরে টাকা আসবে

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Jul 2025,
  • Updated 7:46 PM IST
  • 1/10

অনেকেই বাড়িতে গাছ লাগাতে পছন্দ করেন। মানি প্ল্যান্ট, যা বাড়ির বাস্তুর জন্যেও খুব গুরুত্বপূর্ণ। 

  • 2/10

অর্থনৈতিক অবস্থা ভাল করতে ও পজিটিভিটি বাড়াতে এই গাছ অত্যন্ত কাজে লাগে বলে।
 

  • 3/10

বাড়িতে মানি প্ল্যান্ট লাগানোর কিছু নিয়ম আছে। এগুলি মানলে সংসারে অর্থের অভাব হয় না। 
 

  • 4/10

 বাড়ির উত্তর দিকের প্রবেশ দ্বারে মানি প্ল্যান্ট রাখলে, নতুন আয়ের উৎস খুলবে। সেই সঙ্গে সাফল্য আসবে জীবনে। 
 

  • 5/10

মানি প্ল্যাট এলোমেলোভাবে বড় হয়। তাই সুফল পাওয়ার জন্য, সব সময় বড় পাত্রে এটি রাখা উচিত। 
 

  • 6/10

এই গাছ কেনার সময় লক্ষ্য রাখতে হবে, সবুজ রং যত গাঢ় হবে তত শুভ ফল মিলবে এবং আর্থিক অবস্থার উন্নতি হবে। 
 

  • 7/10

মানি প্ল্যান্ট কখনও শুকনো রাখা চলবে না। নিয়মিত সময় করে জল দিতে হবে, এতে পরিবারের অর্থনৈতিক অবস্থা সচল থাকবে।  

  • 8/10

কাঁচের পাত্র বা সবুজ রঙের পাত্রে এই গাছ রাখলে, ধন -সম্পদ বৃদ্ধি পায়।  লাল রঙের পাত্র মানি প্ল্যান্টের জন্য এড়িয়ে চলা ভাল। 
 

  • 9/10

বাস্তু মতে, দক্ষিণ-পূর্ব দিকে মানি প্ল্যান্ট রাখা শুভ। এটি অর্থনৈতিক অবস্থার উন্নতি করে।

  • 10/10

মানি প্ল্যান্ট কখনই বাড়ির বাইরে রাখা উচিত নয়। এটি সর্বদা বাড়ির ভিতরে রাখার নিয়ম। 
 

Advertisement
Advertisement