Advertisement

ধর্ম

Lord Shiva Belpata Rules: শ্রাবণে এভাবে বেলপাতা উৎসর্গ করুন শিবকে, সঠিক নিয়ম মানলে তবেই তুষ্ট হবেন মহাদেব

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 14 Jul 2025,
  • Updated 1:18 PM IST
  • 1/12

শ্রাবণ মাসকে দেবাদিদেব শিবের মাস বলে মনে করা হয়। হিন্দু ধর্মে এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবছর শ্রাবণ মাস শুরু হবে ১৮ জুলাই থেকে এবং শেষ হবে ১৭ অগাস্ট।   

  • 2/12

পুণ্যার্থীরা শ্রাবণের প্রতি সোমবার শিবের জন্যে ব্রত পালন করেন। সাধারণত মাসভর চলে নানা ধর্মীয় রীতি পালন। সেই সঙ্গে কিছু বিশেষ কাজ এই মাসে শুভ বলে মনে করা হয়। 

  • 3/12

এবছর শ্রাবণ মাসে মোট চারটি সোমবার পড়েছে

* ২১ জুলাই (৪ শ্রাবণ) - প্রথম সোমবার

* ২৮ জুলাই (১১ শ্রাবণ)- দ্বিতীয় সোমবার

* ৪ অগাস্ট (১৮ শ্রাবণ)- তৃতীয় সোমবার

* ১১ অগাস্ট (২৫ শ্রাবণ) চতুর্থ সোমবার 

  • 4/12

 ধুতুরা, আকন্দ, অপরাজিতা, কলকে প্রভৃতি ফুল শিবের প্রিয় বলে জানা যায়। তবে মহাদেব বেলপাতাতেই সবচেয়ে বেশি তুষ্ট হন। জেনে নিন কেন শিবকে বেলপাতা উৎসর্গ করা হয়। শ্রাবণে বেলপাতা উৎসর্গ করার নিয়মগুলি জেনে নিন। 

  • 5/12

পুরাণ মতে এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন ঘটেছিল। সেই সময় মহাদেব, হলাহল বিষ পান করেছিলেন। সেই সময় বিষের তেজে তাঁর শরীর নীল হয়ে যায় বলেই, শিবের আরেক নাম 'নীলকণ্ঠ'। সেই সময় দেবী পার্বতী তাঁর স্তন দুগ্ধ পান করিয়ে দেবাদিদেবের সমস্ত জ্বালা প্রশমন করেছিলেন। এই ভাবেই সৃষ্টির রক্ষা করেছিলেন মহাদেব, তাই তাঁকে 'সৃষ্টির রক্ষাকর্তা' বলা হয়।   

  • 6/12

মহাদেবের শরীরের বিষের তেজে সেই সময় তাঁর সারা শরীরের তাপমাত্রা প্রবল বৃদ্ধি পেয়েছিল। ফলস্বরূপ, পরিবেশ জ্বলতে শুরু করে। সেই সময় স্বর্গের দেব -দেবীরা বেলপাতা দিয়ে ভোলেনাথকে স্নান করান। ধীরে ধীরে এরপরই তাঁর শরীর ঠাণ্ডা হয়ে যায়। এরপর থেকেই শিবকে বেলপাতা দিয়ে পুজো করা হয়। 

  • 7/12

বেলপাতার ওষধি গুণ রয়েছে। তবে বেলপাতা দিয়ে পুজো করার সময় কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। শিবলিঙ্গে বেলপাতা দিয়ে, জল ঢালতে হয়। এতে শিবলিঙ্গ ঠাণ্ডা থাকবে। তবে বেলপাতাতে যেন তিনটি পাতা থাকে, সেদিকে নজর রাখা জরুরী।  

  • 8/12

স্কন্দ পুরাণ মতে, এক সময় দেবী পার্বতীর একবিন্দু ঘাম মন্দরাচল পাহাড়ের ওপর পড়ে। সেখান থেকেই বেলপাতা গাছের জন্ম হয়। 
 

  • 9/12

প্রথমে পরিষ্কার জলে এবং এরপর গঙ্গা জল দিয়ে বেলপাতা ধুয়ে শিবলিঙ্গে উৎসর্গ করুন। 

  • 10/12

শিবলিঙ্গে বেলপাতা দিয়ে জল ধালার সময় 'ওম নমঃ শিবায়' মন্ত্রোচ্চারণ করলে বিপদ থেকে মুক্তি মেলে। 
 

  • 11/12

সব সময়ে শিবলিঙ্গে বেলপাতার মসৃণ দিকটা দিতে হয়। তবে মনে রাখবেন বিকৃত বেলপাতা একদমই দেওয়া উচিত না মহাদেবকে। 

  • 12/12

এই বেলপাতার ওষধি গুণ অনেক। মহাদেবের পুজো ছাড়াও এটি বহু ওষুধ তৈরিতেও কাজে লাগে। একাধিক রোগ থেকে মুক্তি মেলে বেলপাতার ফলে।  


 

Advertisement
Advertisement