Advertisement

ধর্ম

Money Plant Vastu Tips : সপ্তাহের কোন দিন-বাড়ির কোথায় লাগাবেন মানি প্ল্যান্ট? ভুল হলেই বিপদ

Aajtak Bangla
  • দিল্লি,
  • 03 Nov 2022,
  • Updated 9:22 PM IST
  • 1/6

বাস্তুশাস্ত্রে গাছ-গাছালির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। বলা হয়, বাড়ির ভিতরে এবং বাইরে লাগানোর গাছপালা আলাদা। তবে বাড়িতে গাছ-গাছালি লাগানোর ক্ষেত্রে বাস্তুশাস্ত্র অনুসরণ না করলে বিপরীত ফল হয়। বাস্তুতে মানি প্ল্যান্টকে খুবই শুভ বলে মনে করা হয়। এটি লাগালে ঘরে সমৃদ্ধি আসে। কিন্তু মানি প্ল্যান্ট লাগানোর ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল না রাখলে আবার ব্যক্তিকে দারিদ্র্যের মুখে পড়তে হতে পারে।
 

  • 2/6

১. বাস্তুশাস্ত্রে মানি প্ল্যান্ট লাগানোর কিছু নিয়ম দেওয়া হয়েছে। এই নিয়মগুলো না মানলে অনেক সমস্যায় পড়তে হতে পারে ব্যক্তিকে। মানি প্ল্যান্টের পাতা ভুল করেও মাটি স্পর্শ করা উচিত নয়। সেক্ষেত্রে মানি প্ল্যান্টের পাতাকে সুতো বা লাঠি দিয়ে বেঁধে উপরের দিকে করে দিন। মনে করা হয়, মানি প্ল্যান্টের পাতা মাটি স্পর্শ করলে নাকি আর্থিক ক্ষতি হয়।

  • 3/6

২. মানি প্ল্যান্ট সবুজ হওয়াই শুভ বলে মনে করা হয়। বাড়ির মানি প্ল্যান্ট শুকিয়ে গেলে বা হলুদ হয়ে গেলে তা সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলুন। তা না হলে ব্যক্তি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন।

  • 4/6

৩. বাড়িতে সমৃদ্ধি এবং সুখ বজায় রাখতে, মানি প্ল্যান্ট অন্য কাউকে দেবেন না। এর ফলে সচ্ছলতা চলে যায় এবং আর্থিক ক্ষতিও হতে পারে।

আরও পড়ুন - বিটের আধ কাপ রস, দ্রুত টাকে চুল গজাতে মোক্ষম প্যাক রইল

  • 5/6

৪. বাস্তুশাস্ত্র অনুসারে, যে কোনও কিছুকেই সঠিক দিকে রাখা খুব গুরুত্বপূর্ণ। মানি প্ল্যান্ট লাগানোর সময় ভুল করেও পূর্ব, পশ্চিম বা উত্তর-পূর্ব দিকে রাখবেন না। শুধুমাত্র দক্ষিণ-পূর্ব দিকে মানি প্ল্যান্ট রোপণ করা শুভ বলে মনে করা হয়।
 

  • 6/6

৫. বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, মানি প্ল্যান্ট সরাসরি শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কিত। তাই শুক্রবারই মানি প্ল্যান্ট লাগানো ভাল। একই সঙ্গে খেলায় রাখবেন শুক্রবার মানি প্ল্যান্টের কাতা যেন ভুল করেও ছিঁড়ে না যায়। 

Advertisement
Advertisement