Advertisement

ধর্ম

আট বছর ধরে রামকৃষ্ণমঠের সংস্কারে মুসলিম পরিবার! সম্প্রীতির নজির কামারপুকুরে

Aajtak Bangla
  • 13 Mar 2021,
  • Updated 2:24 PM IST
  • 1/6

সম্প্রীতি নিদর্শন দেখা গেল কামারপুকুর শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের মঠে। জানা গেছে ভাদুর অঞ্চলের আকবর আলির নিজ উদ্যোগে দীর্ঘ প্রায় আট বছর ধরে কামারপুকুর রামকৃষ্ণ দেবের জন্মস্থান তথা ঠাকুর রামকৃষ্ণদেবের নিজ গৃহ সংস্কারের কাজ করে আসছেন। (তথ্য-ভোলানাথ সাহা)
 

  • 2/6

তিনি প্রত্যেক বছরই তার পরিবারের সদস্যদের বাসেদ আলী সাবের আলী সহ অন্যান্যদের নিয়ে ঘরের ছাউনি মেরামতি করেন।
 

  • 3/6

এছাড়াও ঘরের দেওয়ালে উলুটি করেন। নিজে উদ্যোগে এই কাজ দীর্ঘদিন ধরেই করে আসছেন। বহু মানুষ তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।
 

  • 4/6

যারা কামারপুকুর মঠ এ দেশ বিদেশ থেকে ভক্ত সমাগম এসে আকবর আলির সম্পর্কে জানতে পেরে তাঁর এই উদ্যোগকে সম্প্রীতির নিদর্শন হিসেবে দেখছেন।

  • 5/6

আকবর আলি বলেন, তিনি প্রায় আট বছর ধরে এই কাজ করে আসছেন, তার মন চায় ঠাকুর রামকৃষ্ণদেবের এই পূণ্যভূমি তথা জন্মস্থানে বাসগৃহ সংস্কারের কাজ যত দিন বাঁচবেন কর্ম ক্ষমতা থাকলে তিনি নিজেই করবেন।

  • 6/6

সম্প্রীতির এই নিদর্শন দেখে সাধুবাদ জানাচ্ছেন সকলে। আকবর আলির প্রশংসায় মেতেছেন সকলে। 
 

Advertisement
Advertisement