Advertisement

ধর্ম

New Year 2022, Lucky Tips for Money: বছরভর টাকার অভাব হবে না, নতুন বছরের আগেই বাড়িতে আনুন এই জিনিসগুলি

Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Dec 2021,
  • Updated 5:29 PM IST
  • 1/9

২০২২ একেবারে দোড় গোড়ায়। নতুন বছর থেকে অনেক প্রত্যাশা থাকে সকলের। বিগত বছরের সব সমস্যা পেছনে ফেলে, সকলে চান আগামী বছরটা খুব আনন্দে কাটুক। তাই নতুন বছরের আগেই বাড়িতে আনুন এই শুভ জিনিসগুলি। পরিবারে সুখ -শান্তি বজায় থাকার পাশাপাশি, অর্থের অভাব হবে না। 
 

  • 2/9

ময়ূরের পালক

ময়ূরের পালক খুব শুভ বলে মনে করা হয়। এটি ভাগ্যের পথে সমস্ত বাধা দূর করে, তবে মনে রাখবেন যে একগুচ্ছ ময়ূর পালক নয়, কেবল ১ থেকে ৩টি ময়ূরের পালক ঘরে রাখতে হয়। 

  • 3/9

তুলসী গাছ 

তুলসীকে সনাতন ধর্মে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যে কোনো ধার্মিক কাজে তুলসী লাগে। তাই নতুন বছর শুরুর আগেই, তুলসী চারা নিয়ে আসুন এবং সেটি লাগান বাড়িতে। এই গাছ বাড়িতে রাখলে রোগ, নেগেটিভিটি দূর হবে।  
 

  • 4/9

রূপোলী হাতি 

নতুন বছর শুরুর আগেই বাড়ির জন্যে কিনে ফেলুন রূপোলী হাতি। জ্যোতিষশাস্ত্র অনুসারে এর অলৌকিক প্রভাব রয়েছে। রাহু ও কেতুর অশুভ প্রভাবের অবসান হয়। সেই সঙ্গে ব্যবসা ও চাকরিতে অগ্রগতি অব্যাহত থাকে। বাড়িতে রূপোলী হাতি রাখলে, গৃহে শান্তি, সুখ ও সমৃদ্ধি বজায় থাকে।

  • 5/9

ধাতব কচ্ছপ

বাড়িতে একটি ধাতব কচ্ছপ নিয়ে আসুন। অনেকে কাদা কিংবা কাঠের ছোট কচ্ছপ এনে বাড়ির যে কোনও স্থানে রাখেন। তবে তা ঠিক না। একটি ভাল ধাতব কচ্ছপ নিয়ে আসুন। রুপো, পিতল বা ব্রোঞ্জ ধাতুর তৈরি কচ্ছপ শুভ হয়। 
 

  • 6/9

লাফিং বুদ্ধ

নিউ ইয়ার উপলক্ষ্যে লাফিং বুদ্ধ বাড়িতে আনতে পারেন। এটি সর্বদা উত্তর-পূর্ব দিকে রাখুন। ঘরে লাফিং বুদ্ধ রাখলে কখনও অর্থের অভাব হয় না। প্রিয়জনকে উপহার দেওয়ার জন্যেও এটি অত্যন্ত শুভ।  
 

  • 7/9

স্বস্তিক চিহ্ন

ঘরে স্বস্তিক চিহ্নের ছবি রাখলে সব ইচ্ছা পূরণ হয়। পুরাণে, স্বস্তিক চিহ্নকে দেবী লক্ষ্মী এবং গণপতির প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। স্বস্তিক, সংস্কৃত 'সু' এবং 'অস্তি' থেকে এসেছে, যার অর্থ 'শুভ'। পরিবার, সম্পদ, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার অন্ত হয় স্বস্তিকে। 

  • 8/9

গোমতী চক্র

গোমতী চক্র, দেখতে সাধারণ পাথরের মতো, হলেও এর মারাত্মক ক্ষমতা আছে। গোমতী নদীতে পাওয়া যায় বলে,একে গোমতী চক্র বলা হয়। গোমতী চক্র গৃহে থাকলে, পরিবারের উপর কোনও প্রকার শত্রুর বাধা থাকে না। এটিকে সিঁদুরের কৌটোয় রাখতে পারেন। 

  • 9/9

টিয়াপাখির ছবি বা মূর্তি

বাস্তু মতে উত্তর দিকে টিয়াপাখির ছবি রাখলে শিশুদের পড়াশোনায় আগ্রহ বাড়ে। এর সাথে তাদের স্মৃতিশক্তিও বৃদ্ধি পায়। টিয়াপাখি প্রেম, আনুগত্য, দীর্ঘায়ু এবং সৌভাগ্যের প্রতীক। আপনি যদি বাড়ির অসুস্থতা, হতাশা, দারিদ্র্যতার সম্মুখীন হন তাহলে ঘরে টিয়াপাখির ছবি, মূর্তি বা শো-পিস রাখুন। এতে অনেক উপকার পাবেন।

Advertisement
Advertisement