Advertisement

ধর্ম

Surya Grahan 2023 Baisakh Amavasya Tips : বৈশাখী অমাবস্যায় আজ সূর্যগ্রহণ, অমঙ্গল এড়াতে ভুলেও এই ৫ কাজ করবেন না

Aajtak Bangla
  • দিল্লি,
  • 20 Apr 2023,
  • Updated 8:00 AM IST
  • 1/6

আজ বৈশাখী অমাবস্যা (Baisakh Amavasya)। আর এই দিনেই বছরের প্রথম সূর্যগ্রহণ (Surya Grahan 2023)। যদিও এই সূর্যগ্রহণ ভারতে দৃশ্যমান নয়। তবুও কিছু কাজ আজ একাবারেই করা উচিত নয়। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

  • 2/6

১. অমাবস্যায় ভূত-প্রেত-নিশাচর বা অশরীরি শক্তিরা বেশি সক্রিয় হয়ে ওঠে। এদের শক্তি অনেকটাই বেড়ে যায়। তাই এই দিন নির্জন এলাকায় যাবেন না। বিশেষত শ্মশান বা করবস্থানের মতো জায়গাগুলি এড়িয়ে চলুন। 
 

  • 3/6

২. সূর্য গ্রহণের সময় আগুন জ্বালাবেন না। যে কোনও রকম অগ্নি প্রজ্জ্বলন এই সময় এড়িয়ে চলা উচিত। 

 

  • 4/6

৩. যেহেতু অমাবস্যায় হচ্ছে এই সূর্যগ্রহণ, তাই কোনওভাবেই অশ্বত্থ ও তুলসী গাছের পুজো করবেন না। এমনকী তুলকী পাতাও সূর্যগ্রহণের দিন ছিঁড়বেন না।

  • 5/6

৪. সূর্যগ্রহণের দিন কোনওরকম নেশাজাত দ্রব্য ও আমিষ খাদ্য গ্রহণ করবেন না। এমনকী পেঁয়াজ বা রসুনও না খাওয়া উচিত। 
 

  • 6/6

৫. সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলারা বাড়ি থেকে বেরোবেন না। আর যাঁরা রোগে ভুগছেন, তাঁদের বিশেষভাবে খেয়াল রাখুন। 

আরও পড়ুন - 'দলটা রেস্তোরাঁ হয়ে গিয়েছে', মুকুল প্রসঙ্গে মন্তব্য মদনের

Advertisement
Advertisement