Advertisement

ধর্ম

Vastu Flower Tips For Laxmi Blessing : বাড়িতে লাগান এই ৫ ফুল গাছ, লক্ষ্মীর কৃপায় অর্থের অভাব হবে না

Aajtak Bangla
  • দিল্লি,
  • 04 Jun 2023,
  • Updated 7:52 PM IST
  • 1/6

বাস্তু ও জ্যোতিষশাস্ত্রে উদ্ভিদের বিশেষ গুরুত্ব রয়েছে। মনে করা হয় যে বাড়িতে এই গাছগুলি লাগালে সুখ এবং সমৃদ্ধি আসে। এমন কিছু ফুল আছে যা সম্পদের দেবী লক্ষ্মীর খুব প্রিয়। এগুলো প্রয়োগ করলে লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর থাকে। তাহলে চলুন জেনে নেওয়া যাক ওই ফুলগুলি কী কী।
 

  • 2/6

ঘরে লাল গোলাপের চারা লাগালে সুখ ও সমৃদ্ধি আসে। দেবী লক্ষ্মী শুক্রের মালিক। মা লক্ষ্মীকে লাল গোলাপ নিবেদন করলে শুক্র গ্রহ শক্তিশালী হয়।

  • 3/6

শাস্ত্রে বাড়িতে জবা গাছকে শুভ বলে মনে করা হয়েছে। এর সঙ্গে এই গাছটিকে দেবী লক্ষ্মীরও বাসস্থান বলে মনে করা হয়। এটি ঘরে লাগালে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে।

  • 4/6

সাদা করবী ফুলের গাছ ঘরে লাগালেও বাড়িতে সুখ শান্তি আসে। এছাড়াও দেবী লক্ষ্মীর পুজোতেও এই ফুল নিবেদন করলে ঘরে অর্থের অভাব হয় না।
 

  • 5/6

বাড়িতে গাঁদা ফুল লাগানো শুভ বলে মনে করা হয়। প্রতিটি শুভ কাজে গাঁদা ব্যবহার করা হয়। এই ফুলগুলি দেবী লক্ষ্মীকে নিবেদন করলে তিনি খুশি হন। গাঁদা ফুল নিবেদন করলে জ্ঞান লাভও হয়।
 

  • 6/6

পলাশ ফুলকেও শুভ বলে মনে করা হয়। মনে করা হয় যে যদি কেউ আর্থিক সমস্যার সম্মুখীন থাকেন তাহলে দেবী লক্ষ্মীকে পলাশ ফুল ও নারকেল নিবেদন করুন। মনের বাসনা পূর্ণ হবে।  
 

Advertisement
Advertisement